Entertainment News

নতুন টিজারে ফের এক বার জাদু চালালেন প্রিয়া

ভ্যালেন্টাইনস ডে’র দিনে এই মুহূর্তে ইন্টারনেট প্রজন্মের জন্য এর চেয়ে ভাল উপহার আর কীই বা হতে পারে!

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৫৪
Share:

নতুন টিজারে প্রিয়া। ছবি: ইউটিউবের সৌজন্যে।

মায়লালি ছবির একটি গানের ভিডিও ক্লিপ রাতারাতি তারকা বানিয়ে দিয়েছে প্রিয়া প্রকাশ বারিয়ারকে। চোখে চোখে কথা বলে কুপোকাত করার পর এ বার নেটিজেনরা পেল প্রিয়ার ফ্লাইং কিস!

Advertisement

ভ্যালেন্টাইনস ডে’র দিনে এই মুহূর্তে ইন্টারনেট প্রজন্মের জন্য এর চেয়ে ভাল উপহার আর কীই বা হতে পারে!

এক দিকে যখন দক্ষিণী অভিনেত্রীর চোখের চাহনি, ভ্রুর ওঠানামায় হিল্লোল উঠেছে কোটি কোটি ‌যুবকের হৃদয়ে, ঠিক তখন আরও একটি টিজার প্রকাশ করলেন ‘অরু আদর লভ’ ছবির নির্মাতারা। আর সেই ভিডিওটিও মুহূর্তে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

Advertisement

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

ক্লাসরুমে বসে দুই কিশোর-কিশোরীর ফের সেই চোখে চোখে কথা। হঠাতই নায়িকা ফ্লাইং কিস ছুড়লেন নায়ককে। আর তাতেই নায়কের সঙ্গে ঘায়েল নেটিজেনরা। টিজারে ফের এক বার নজর কেড়েছেন প্রিয়া প্রকাশ বারিয়ার এবং রোশন আবদুল রউফ।

আরও পড়ুন, অরু আদরের ভাইরাল গান সাম্প্রদায়িক! দায়ের হল অভিযোগ

আরও পড়ুন, প্রেমের এই ভিডিও নস্ট্যালজিক করবে আপনাকেও

ভিডিওতে স্কুলপড়ুয়া প্রেমিক-প্রেমিকার প্রেম দেখে ফের এক বার নস্ট্যালজিয়ায় ডুব দিয়েছেন নেটিজেনরা। প্রেমের দিনে, কেউ তা ট্যাগ করছেন তাঁর প্রিয়তমকে, কেউ আবার স্ত্রীকে। এমনকী সদ্য ক্রাশকেও ট্যাগ করতে ছাড়েননি কেউ কেউ। অনেকে আবার গানটি পোস্ট করে লিখেছেন ‘ইতি তোমার ভ্যালেন্টাইন’।

নতুন টিজার দেখে নিন

ওমর লুলু পরিচালিত ‘অরু আদর লভ’ ছবিটি আগামী ৩ মার্চ মুক্তি পাওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement