Shahid Kapoor

নতুন ড্যান্স পার্টনারের খোঁজ পেলেন শাহিদ কপূর, কে সে?

নতুন ডান্স পার্টনারটা পেয়েই গেলেন শাহিদ কপূর। সেই নৃত্যসঙ্গিনীকে নিয়ে তিনি বেজায় খুশি। এতটাই আপ্লুত যে ‘ওয়ার্ল্ড ড্যান্স ডে’তে সেই ড্যান্স পার্টনারের সঙ্গেই পায়ে পা মেলালেন শাহিদ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ১৭:৪৭
Share:

নতুন ডান্স পার্টনারটা পেয়েই গেলেন শাহিদ কপূর। সেই নৃত্যসঙ্গিনীকে নিয়ে তিনি বেজায় খুশি। এতটাই আপ্লুত যে ‘ওয়ার্ল্ড ড্যান্স ডে’তে সেই ড্যান্স পার্টনারের সঙ্গেই পায়ে পা মেলালেন শাহিদ।

Advertisement

এখানেই শেষ নয়। নায়ক নিজেই সেই নাচের ভিডিওটি তাঁর ইনস্টাগ্রাম পেজে শেয়ারও করেছেন। কিন্তু কে সেই ড্যান্স পার্টনার যাকে নিয়ে নায়ক এতটাই মজে রয়েছেন নায়ক? সে আর কেউ নয়। ওই ডান্স পার্টনারটি হল শাহিদের ছোট্ট মেয়ে মিশা।

আরও পড়ুন: দ্বিতীয় দিনে ‘বাহুবলী-২’-এর বক্স অফিস কালেকশন কত জানেন?

Advertisement

বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে মেয়ের সঙ্গে নাচের একটি ভিডিও পোস্ট করেছেন শাহিদ। আর সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে, এই ছোট্ট বয়সেই মিশা তার বাবার সঙ্গে বেশ তালে তাল মিলিয়ে নাচ করেছেন। এমনকী একটা সময় তারই ড্যান্স স্টেপ অনুকরণ করতে দেখা গিয়েছে। পোস্টের নীচে শাহিদের ক্যাপশন, ‘এমজে ড্যান্স তোমার রক্তে’।

দেখে নিন শাহিদ ও মিশার নাচের সেই ভিডিও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement