Coronavirus Lockdown

ক্ষতিপূরণ নিয়েই প্রশ্ন

সরকারি নির্দেশিকা মেনে, সুরক্ষাবিধি, ৩৫ জনের টিম বা বয়স্কদের দিয়ে শুটিং না করানোর বিষয়ে সকলে একমত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জুন ২০২০ ০০:১৪
Share:

প্রতীকী ছবি।

কবে থেকে সিনেমা-সিরিয়ালের শুটিং হবে, তার রূপরেখা স্থির করার জন্য মঙ্গলবার বৈঠকে বসেছিলেন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া এবং ওয়েলফেয়ার অব অ্যাসোসিয়েশন অব টেলিভিশন প্রোডিউসার্সের প্রধানরা। সিনেমা সংক্রান্ত শুটিং নির্দেশিকা নিয়ে এ দিন তেমন আলোচনা হয়নি। তবে সিরিয়ালের ক্ষেত্রে তাঁরা একটা সিদ্ধান্তে পৌঁছেছেন। সরকারি নির্দেশিকা মেনে, সুরক্ষাবিধি, ৩৫ জনের টিম বা বয়স্কদের দিয়ে শুটিং না করানোর বিষয়ে সকলে একমত। তবে জট কাটেনি ক্ষতিপূরণ প্রশ্নে। শুটিং চলাকালীন কারও করোনা ধরা পড়লে শুটিং বন্ধ করতে হবে, আক্রান্ত ব্যক্তির চিকিৎসার খরচ প্রোডাকশনকে বইতে হবে। তার উপরে রয়েছে কেউ মারা গেলে ক্ষতিপূরণ। ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া নিয়ে আলোচনা চলে। কিন্তু প্রযোজকরা তা দিতে রাজি নন। তাঁদের বক্তব্য সকলে মিলে একটি ফান্ড তৈরি করে, ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। তার পরিমাণ এবং ঠিক কবে থেকে শুটিং শুরু সম্ভব, তা নিয়ে কিছু জটিলতা রয়েছে, যা আগামিকালের বৈঠকে আলোচনা করা হবে। এই বৈঠকে টেলি-টলি সংস্থার প্রধানরা ছাড়াও থাকবেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement