শুরু হল তৃতীয় গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

সে রাজ্যের সংস্কৃতিমন্ত্রী নবকুমার দোলে জানান, এ বার থেকে বছরে ২০টি ছবিকে সরকারি সাহায্য দেওয়া হবে।

Advertisement

রাজীবাক্ষ রক্ষিত

গুয়াহাটি শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৯ ০০:১৩
Share:

গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনামঞ্চ।

তৃতীয় গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হয়ে গেল বৃহস্পতিবার সন্ধ্যায়। পোলিশ চিত্র পরিচালক ক্রিস্টফ জানুসি ও অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সূচনা করেন উৎসবের। ছিলেন পরিচালক মধুর ভাণ্ডারকর, গ্র্যামিজয়ী রিকি কেজ, মণিপুরী চিত্র পরিচালক অরিবাম শ্যাম শর্মা, অভিনেতা আদিল হুসেন প্রমুখ। সে রাজ্যের সংস্কৃতিমন্ত্রী নবকুমার দোলে জানান, এ বার থেকে বছরে ২০টি ছবিকে সরকারি সাহায্য দেওয়া হবে।

Advertisement

এ বারের উৎসবে ‘কান্ট্রি অব ফোকাস’ ইরান। উৎসবের উদ্বোধনী ছবি ছিল ইরানের ‘চারকোল’। লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এ বারের ‘রিজিয়ন অব ফোকাস’। এটি ভারতের প্রথম প্লাস্টিকমুক্ত চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে আদিল হুসেন বলেন, ‘‘মানুষকে প্রভাবিত করার যে ক্ষমতা সিনেমার রয়েছে, তা অবহেলা করার মতো নয়। শুধু উৎসবের গণ্ডিতে আটকে না থেকে ভাল ছবি গ্রামে গ্রামে নিয়ে যেতে হবে। মানুষকে ভাল ছবি দেখাতে হবে।’’ মধুর ভাণ্ডারকরও শক্তিশালী গণমাধ্যম হিসেবে সিনেমার ভূমিকার কথা তুলে ধরেন তাঁর বক্তৃতায়। ৬ নভেম্বর পর্যন্ত চলা এই উৎসবে দেশ-বিদেশের শতাধিক ছবি দেখানো হবে। বিশেষ শ্রদ্ধা জানানো হবে মৃণাল সেন এবং গিরিশ কারনাডকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন