বান্ধবী চাই, প্ল্যাকার্ড হাতে ঘোষণা, কে ইনি?

‘সিঙ্গল থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছি।’ হাতে ধরা প্ল্যাকার্ড। আর সেখানে লেখা রয়েছে এই কথাটি। প্ল্যাকার্ডটি ধরে রয়েছেন এক সেলেব সন্তান। কে বলুন তো ইনি?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৬ ১৬:৩০
Share:

গেস করুন তো, ইনি কে? ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

‘সিঙ্গল থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছি।’

Advertisement

হাতে ধরা প্ল্যাকার্ড। আর সেখানে লেখা রয়েছে এই কথাটি। প্ল্যাকার্ডটি ধরে রয়েছেন এক সেলেব সন্তান।

কে বলুন তো ইনি?

Advertisement

ভাল করে দেখলেই বুঝবেন, ইনি হলেন সইফ আলি খানের ছেলে ইব্রাহিম। মুখের আদলে বাবার সঙ্গে তাঁর এতটাই মিল, মনে হয় ঠিক যেন কপি-পেস্ট। সেই ইব্রাহিম ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করেছেন।

মানেটা বুঝতে পারছেন? ‘সিঙ্গল’ থাকতে থাকতে ক্লান্ত হয়ে গিয়েছেন ইব্রাহিম। তাই বান্ধবীর খোঁজে এ বার প্ল্যাকার্ড হাতে ওয়েব দুনিয়ায় নিজের ছবি পোস্ট করলেন সইফ-পুত্র! ঘটনাটি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে বলি টাউনে।


এটাই ইব্রাহিমের শেয়ার করা সেই ছবি।— ইনস্টাগ্রামের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement