এলফিনা মুখোপাধ্যায়। ছবি: ফেসবুকের সৌজন্যে।
অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুললেন অভিনেত্রী এলফিনা মুখোপাধ্যায়। তাঁকে উদ্দেশ্য করে চালক আপত্তিজনক মন্তব্য করেন বলে অভিযোগ। এই মর্মে বারাসত থানায় ওই চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন ছোটপর্দার এই অভিনেত্রী।
ঘটনার সূত্রপাত গত শনিবার। আদতে দমদমের বাসিন্দা এলফিনা গত শুক্রবার রাতে হৃদয়পুরে তাঁর দাদা দেবাশিস পোদ্দারের বাড়ি গিয়েছিলেন। শনিবার সকালে শ্বশুরবাড়ির এক আত্মীয়ের অসুস্থতার খবর পান তিনি। তাড়াতাড়ি দমদমে ফেরার জন্য অ্যাপ ক্যাব বুক করেন। ক্যাবে এলফিনা ও তাঁর স্বামীর সঙ্গে উঠেছিলেন দাদা দেবাশিসও।
পুলিশ সূত্রে খবর, দেবাশিস বারাসতের ডাকবাংলো মোড়ে তাঁকে নামিয়ে তার পর দমদম যাওয়ার কথা ক্যাব চালককে বলেন। কিন্তু চালক হৃদয়পুর থেকে দমদম বুকিং নিয়েছিলেন। সে কারণে নাকি উল্টোপথে যেতে রাজি হননি। সে নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এলফিনার অভিযোগ, সে সময়ই নাকি চালক তাঁকে উদ্দেশ্য করে আপত্তিজনক মন্তব্য করেন।
আরও পড়ুন, তিন এক্কে তিন, কেয়ার অব সুদীপ্তা
এর পরই বুকিং বাতিল করে গাড়ি থেকে নেমে পড়েন এলফিনা। বারাসত থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করতে গেলে কর্তব্যরত পুলিশ অফিসার তাঁকে জেনারেল ডায়েরি করার কথা বলেন। কিন্তু তাতে রাজি হননি অভিনেত্রী। পরে এফআইআর দায়ের করেন তিনি।