Sandipta Sen Marriage

হাসিমুখে সৌম্যকে বিয়ে করলেন সন্দীপ্তা, বিয়ে শেষ হতেই কেন চোখে জল নায়িকার?

৭ ডিসেম্বর সৌম্য মুখোপাধ্যায়কে বিয়ে করেছেন সন্দীপ্তা সেন। দীর্ঘ দিনের প্রেম পর্বের পর সাত পাকে বাঁধা পড়লেন নায়িকা। বিয়ের পরেই চোখে জল অভিনেত্রীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৩ ২০:১০
Share:

সন্দীপ্তা-সৌম্য। ছবি: ফেসবুক।

৭ ডিসেম্বর ধুমধাম করে বিয়ে সেরেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। সেন বাড়ি ছেড়ে তিনি এখন মুখোপাধ্যায় পরিবারের বৌ। দীর্ঘ দিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়কে বৈদিক মতে বিয়ে করেছেন নায়িকা। বিয়ের দিন মা-বাবার একমাত্র মেয়ে সন্দীপ্তার মুখে সারা ক্ষণ দেখা গিয়েছে হাসির ঝলক। তবে নায়িকার ঘনিষ্ঠ বন্ধুরা জানিয়েছেন, তিনি নাকি সকাল থেকেই কাঁদছিলেন। আনন্দের মাঝে নিশ্চয়ই বাপের বাড়ি ছাড়ার ভাবনাই ভিড় করছিল নায়িকার মনে।

Advertisement

শ্বশুরবাড়ি যাওয়ার সময় কি কান্নাকাটি করেছেন সন্দীপ্তা? আনন্দবাজার অনলাইনের তরফে প্রশ্ন করা হয় তাঁর বন্ধু সৌরভ বন্দ্যোপাধ্যায়কে। তাঁর স্ত্রী ত্বরিতা চট্টোপাধ্যায় সন্দীপ্তার খুবই ঘনিষ্ঠ বন্ধু। মেহন্দি, সঙ্গীত থেকে বিয়ের প্রতিটি মুহূর্তেই দেখা গিয়েছে তাঁদের। সৌরভ বলেন, “সন্দীপ্তার শ্বশুরবাড়ি যাওয়ার সময় থাকতে পারিনি। কারণ শুটিং ছিল। তবে বিয়ের দিন সকাল থেকে মাঝেমাঝেই ওর চোখটা ছলছল করে উঠছিল। মাঝেমাঝে কাঁদতেও দেখেছি। বৃহস্পতিবারই যখন এতটা মনখারাপ ছিল ওর, আমার মনে হয় শ্বশুরবাড়ি যাওয়ার সময়ও ও খুব কান্নাকাটি করেছে। আর সঙ্গে আমার আর কথা হয়নি।”

বিয়ের দিন ফুশিয়া বেনারসিতে সেজেছিলেন নায়িকা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী থেকে টলিপাড়ার অনেকেই উপস্থিত হয়েছিলেন নায়িকার বিয়েতে। খাওয়াদাওয়াতেও ছিল বাঙালিয়ানার ছোঁয়া। চিংড়ি, ভেটকি, পাঁঠার মাংস থেকে শুরু করে শেষ পাতে জিলিপি, রাবড়ি— নায়িকার বিয়ের ভোজ ছিল নজরকাড়া। মুখোপাধ্যায়-ঘরনি হয়ে কী ভাবে সংসার সামলান নায়িকা, সেটাই দেখার অপেক্ষা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement