Tollywood Gossip

প্রেমিকার সঙ্গে তারকা অভিনেতার মনোমালিন্যের জের! ভয়ে কাঁপছেন সহযোগী দলের সদস্যেরাও?

শোনা যাচ্ছে, বর্তমান পরিস্থিতি আরও উত্তপ্ত। এত দিন কোনও না কোনও ভাবে নায়ক তাঁর মনের মানুষকে বুঝিয়েসুঝিয়ে শান্ত রেখেছিলেন। আর কোনও ভাবেই প্রেমিকাকে বাগে আনতে পারছেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১৭:০৩
Share:

নায়ক-নায়িকার ঝামলা! ছবি: সংগৃহীত।

তাঁদের সম্পর্কের মাঝে নাকি এসেছেন তৃতীয় কেউ। এমনিই ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস, নায়িকা তাঁর প্রেমিককে চোখে হারান। প্রেমিকের ত্রিসীমানায় কোনও নায়িকাকে দেখলেই ফোঁস করে ওঠেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, বর্তমান পরিস্থিতি আরও উত্তপ্ত। এত দিন কোনও না কোনও ভাবে নায়ক তাঁর মনের মানুষকে বুঝিয়েসুঝিয়ে রেখেছিলেন। অশান্তি আগেও হয়েছে। তবে এ বার ঝামেলা এমন পর্যায়ে গিয়েছে যে, এই প্রেম ভাঙল বলে। ঘনিষ্ঠ সূত্রের দাবি এমনই। নায়িকা নাকি ইতিমধ্যেই শহর ছেড়েছেন। আর তিনি এখানে থাকবেন না। নিজেকে ভেঙেচুরে অন্য ভাবে তৈরি করছেন, যাতে বাংলার বাইরে নতুন কাজের সুযোগ আসে।

Advertisement

শোনা যাচ্ছে, এই নিত্য অশান্তিতে তো তিতিবিরক্ত অভিনেতা নিজেও। সেই সঙ্গে নায়কের সহযোগী দলের সদস্যেরাও নাকি তটস্থ— এই কী ঘটল! এই মুহূর্তে নায়ক নিজের ছবির প্রচারে ব্যস্ত। সূত্র বলছে, তিনি ছবির প্রচার করবেন, না কি প্রেমিকার গোঁসা সামলাবেন, তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না। তাই এই শহরে ছবির প্রচার করলে, অন্য শহরে যাচ্ছেন মানভঞ্জন করতে। শোনা যায়, শুধু প্রেমিক নন। নায়কের অফিসের অনেকের উপরও অনেক সময় মেজাজ হারিয়ে ফেলছেন নায়িকা। তাই আগামী দিনে এই সম্পর্ক কোন দিকে গড়াবে তা নিয়ে যুগলের ঘনিষ্ঠ মহলে দেখা দিয়েছে সংশয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement