Dev Dhumketu Trailer Launch

শুভশ্রীকে জড়িয়ে নাচলেন, অকপট কথা বললেন মঞ্চে! তার পরও কেন ক্ষমা চাইতে হল দেবকে?

‘ধূমকেতু’র ট্রেলারমুক্তি অনুষ্ঠানে পোশাকে রংমিলন্তি, হাতে হাত রেখে হাজির হলেন দেব-শুভশ্রী। উচ্ছ্বাসে ফেটে পড়ল দর্শক। আবেগে ভাসছেন অনুরাগীরা, এর মাঝে ক্রমাগত কটাক্ষে শিকার হতে হয়েছে রাজ চক্রবর্তী ও শুভশ্রীকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১১:৪৫
Share:

হঠাৎ কেন ক্ষমা চাইলেন দেব? ছবি: সংগৃহীত।

দীর্ঘ ১০ বছর পর ফের এক ফ্রেমে ধরা দিয়েছেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সৌজন্যে ‘ধূমকেতু’। একে অপরের সঙ্গে নাকি আর কাজ করবেন না তাঁরা, একটা সময় এমনই গুঞ্জন শোনা যায়। তাঁদের অতীতই এই গুঞ্জন তুলেছিল। দেবের সঙ্গে সম্পর্ক ভাঙার পর অভিনেতার সঙ্গে মুখ দেখাদেখি ছিল না অভিনেত্রীর। যদিও সময় বয়ে যায় নদীর স্রোতের মতো। সময়ের নিয়মেই অতীতকে পিছনে ফেলে সামনে এগিয়ে গিয়েছেন তাঁরা। শুভশ্রী বিয়ে করেছেন পরিচালক রাজ চক্রবর্তীকে। দেব দীর্ঘ দিন ধরে সম্পর্কে রয়েছেন রুক্মিণী মৈত্রের সঙ্গে। কিন্তু দেব-শুভশ্রীর সম্পর্ক স্বাভাবিক হয়নি।

Advertisement

অথচ, ১০ বছর আগে করা একটি ছবি যেন ফের মিলিয়ে দিল তাঁদের। গত ৪ অগস্ট ‘ধূমকেতু’র ট্রেলার মুক্তি অনুষ্ঠানে পোশাকে রংমিলন্তি, হাতে হাত রেখে হাজির হলেন দেব-শুভশ্রী। উচ্ছ্বাসে ফেটে পড়ল দর্শক। আবেগে ভাসছেন অনুরাগীরা। কিন্তু এরই মধ্যে শুরু হল কটাক্ষ। মূলত শুভশ্রীর স্বামী রাজকে ঘিরে।

দেব-শুভশ্রীকে কখনও দেখা গিয়েছে মঞ্চে, নেচেছেন তাঁরা। কখনও আবার নতুন করে বন্ধুত্বের হাতে বাড়িয়ে দিয়েছেন। কেউ আবার দেবেকে দেখে সাবধানি বললেও অনেকেই নাকি সে দিন খুঁজে পেয়েছেন পুরনো শুভশ্রীকে। তবে শুধুই কি প্রেম বা অপ্রেম! তা নয়, মজা-খুনসুটিতেও মেতেছেন দুই তারকা। কখনও শুভশ্রীর ‘সন্তান’ ছবি প্রসঙ্গ টেনেছেন দেব। কখনও শুভশ্রী জানিয়েছেন, দেব আর কখনও তাঁর মতো কাউকে পাবেন না। দুই তারকার কথোপকথন তখন যেন সংলাপের মতো শোনাচ্ছে। হাততালিতে ফেটে পড়ছে অনুষ্ঠানকক্ষ।

Advertisement

কিন্তু সে দিনের পর যে দু’টি মানুষকে সর্বাধিক কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁরা হলেন রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্র। সমাজমাধ্যম জুড়ে মিম ও সমালোচনার বন্যা। সেই কারণে এ বার দেব রাজ-রুক্মিণী ও শুভশ্রীর কাছে ক্ষমা চেয়ে নিলেন। অভিনেতা বলেন, ‘‘আসলে নেতিবাচকতা মানুষের মধ্যে দ্রুত ছড়ায়। আমরা এত বছরের রাগ, ঝগড়া সব ভুলে এক হয়েছি সিনেমার স্বার্থে। মানুষ আমাদের সে ভাবেই দেখতে পছন্দ করে। মঞ্চে ওঠার আগেও বলেছিলাম নেতিবাচক কিছু নয়, আমাদের দর্শক এ ভাবেই দেখেত চান। আমাদের মধ্যে ইতিবাচক দিকটা তুলে ধরতে হবে।” অভিনেতা অবশ্য দাবি করেছেন, রাজ এবং রুক্মিণী খুব ভাল ভাবে সবটা সামাল দিয়েছেন। কিন্তু ছবির প্রযোজক হিসেবে নিজের দায় এড়িয়ে যাননি দেব। তিনি বলেন, “প্রযোজক হিসাবে আমি ক্ষমা চেয়ে নেব তিন জনের কাছেই। সমাজমাধ্যমে কয়েকটা ‘ভিউ’ পাওয়ার জন্য এত মিম বানিয়েছেন নেটাগরিক।’’ তবে এ সব কিছুর পরেও যে আখেরে তাঁরই লাভ— জানাতে ভোলেননি প্রযোজক দেব। তিনি স্পষ্ট জানান, যত কটাক্ষ করা হবে, ততই তাঁর ছবি প্রচার পাবে। তাই আপত্তি থাকলেও ছবির স্বার্থে কোনও অভিযোগ রাখছেন না ঘাটালের তারকা সাংসদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement