Deepika Padukone

মা হওয়ার পর আর অভিনয় করতে চাইছেন না দীপিকা! বহু প্রতীক্ষিত ছবি থেকে কেন সরে গেলেন?

গত বেশ কয়েক বছর ধরেই অপেক্ষায় ছিল বলিউড, ২০১৫-র হলিউড ছবি ‘দ্য ইন্টার্ন’-এর রিমেক হবে। সেখানে মুখ্য চরিত্রাভিনেত্রী অ্যানি হাথওয়ের জায়গায় অভিনয় করার কথা ছিল দীপিকার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৫ ১৬:৪৮
Share:

দীপিকা পাড়ুকোনকে অবশ্য শীঘ্রই ‘কিং’ ছবিতে। ছবি: সংগৃহীত।

সন্তান জন্মের পর থেকে আর রুপোলি পর্দায় সে ভাবে দেখা যায়নি দীপিকা পাড়ুকোনকে। তাঁর যাবতীয় ছবি মুক্তি পেয়েছে ২০২৪ সালে। গত সেপ্টেম্বরে কন্যা দুয়ার জন্মের পর দীর্ঘ দিন অন্তরালেই ছিলেন তিনি। তবে ধীরে ধীরে ফিরছেন কাজের দুনিয়ায়, মার্জার সরণীতে দেখা গিয়েছে তাঁকে। এরই মধ্যে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির দ্বিতীয় পর্বের শুটিং নিয়েও বিস্তর জলঘোলা চলছে। আবার দিনে ৮ ঘণ্টা কাজ করার শর্ত রেখেছেন অভিনেত্রী। তা নিয়েও উত্তাল বলিউড। এ বার শোনা যাচ্ছে আরও একটি ছবি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন দীপিকা।

Advertisement

গত বেশ কয়েক বছর ধরেই অপেক্ষায় ছিল বলিউড, ২০১৫-র হলিউড ছবি ‘দ্য ইন্টার্ন’-এর রিমেক হবে। সেখানে মুখ্য চরিত্রাভিনেত্রী অ্যানি হাথওয়ের জায়গায় অভিনয় করার কথা ছিল দীপিকার। মূল ছবির কাহিনি অনুযায়ী চরিত্রটি এক উদ্যোক্তার। যে এক বর্ষীয়ান মানুষকে ‘ইন্টার্ন’ বা শিক্ষানবিশ হিসাবে নিয়োগ করে। এই শিক্ষানবিশের চরিত্রে প্রাথমিক ভাবে অভিনয় করার কথা ছিল ঋষি কপূরের। ২০২০ সালে তাঁর মৃত্যুর পর সেই জায়গায় মনোনীত হন অমিতাভ বচ্চন। নানা কারণে এ ছবির কাজ পিছোচ্ছে ক্রমশ।

কিন্তু এ বার নায়িকার চরিত্র থেকেই সরে দাঁড়ালেন দীপিকা। সূত্রের খবর, তিনি শুধুমাত্র প্রযোজক হিসাবেই কাজ করতে চাইছেন এ ছবিতে। অভিনেত্রীর ঘনিষ্ঠ এক সূত্র দাবি করেছে, “এ বার দীপিকা অভিনয় থেকে দূরে থাকতে চাইছেন, যাতে তিনি প্রযোজক হিসাবে আরও সময় দিতে পারেন, সৃজন-পরিকল্পনা করতে পারেন নতুন করে। মুখ্য চরিত্রাভিনেত্রীর খোঁজ চলছে।”

Advertisement

মনে করা হচ্ছে, বলিউডে নিজেকে অন্য ভূমিকায় দেখতে চাইছেন দীপিকা। তাঁর পরিকল্পিত পাঁচটি কাজের প্রথমটিই ‘দ্য ইন্টার্ন’। সূত্রটি বলেছে, “আগামী বছরে দীপিকা এমন গল্প শোনাতে চাইছেন যা সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে।”

দীপিকাকে অবশ্য শীঘ্রই ‘কিং’ ছবিতে দেখা যাবে শাহরুখ খানের সঙ্গে। ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির দ্বিতীয় পর্বের কাজও শুরু হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement