Dhumketu Movie Update

‘ধূমকেতু’তে আছেন, অথচ প্রচারে দেখা যাচ্ছে না চিরঞ্জিত, রুদ্রনীল, পরমব্রতকে! কেন এ রকম ঘটল?

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’ ছবির ট্রেলার। সেখানে দেখা গিয়েছে তিন অভিনেতাকে। ছবির তিনটি গানেও রয়েছেন তাঁরা। অথচ প্রচারে নেই!

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৫ ১৬:০৫
Share:

প্রচারে কেন নেই চিরঞ্জিত চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়? গ্রাফিক: সনৎ সিংহ।

বিষয়টি নিয়ে চর্চা ছিলই। ট্রেলারে দেখা গিয়েছে তাঁদের। এখনও পর্যন্ত মুক্তি পেয়েছে তিনটি গান। সেখানেও তাঁরা ঝাঁকিদর্শন দিয়েছেন। হই হই করে ছবির প্রচার হচ্ছে। কিন্তু তাঁদের দেখা নেই! এঁরা চিরঞ্জিত চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়। খবর, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘ধূমকেতু’তে এঁরাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। অথচ সমস্ত প্রচারানুষ্ঠানে অনুপস্থিত তিন অভিনেতা!

Advertisement

এটা কি তিন অভিনেতার ইচ্ছাকৃত অনুপস্থিতি? নাকি এর পিছনে বিশেষ কোনও কারণ রয়েছে?

আনন্দবাজার ডট কম বিষয়টি জানতে যোগাযোগ করেছিল চিরঞ্জিত, রুদ্রনীলের সঙ্গে। বারাসতের শাসক দলের বিধায়ক-অভিনেতা জানিয়েছেন, “চিত্রনাট্য অনুযায়ী, অবশ্যই আমার চরিত্র গুরুত্বপূর্ণ। কিন্তু স্বল্প সময়ের জন্য। ছবি মূলত দেব-শুভশ্রীকে ঘিরেই। ফলে, তাঁরা প্রচারের আলোয় থাকবেন সেটাই স্বাভাবিক। এর বাইরে আর কিচ্ছু নয়।” প্রায় একই কথা শোনা গিয়েছে রুদ্রনীলের থেকেও। তাঁর বক্তব্য, “আমি ‘মা’ গানমুক্তির সময় দেবের সঙ্গে প্রচারে ছিলাম।” কিন্তু ওই একটিতেই! অভিনেতা তখনই বলেন, “দেব-শুভশ্রীর অনুরাগীরা ১০ বছর ধরে এই ছবির প্রতীক্ষায় ছিলেন। ১৪ অগস্ট ছবি মুক্তি পাচ্ছে। দুই তারকা অভিনেতার প্রত্যাবর্তন উদ্‌যাপনের দিন।” তাই তাঁরাই প্রচারের মুখ।

Advertisement

এই নিয়ে চিরঞ্জিত বা রুদ্রনীলের কোনও অভিযোগও নেই। পরমব্রতকে অবশ্য ফোনে পাওয়া যায়নি। তবে জানা গিয়েছে, একই কারণ সম্ভবত তাঁর ক্ষেত্রেও প্রযোজ্য।

ইদানিং, কোনও ছবির প্রচারে সেই ছবির গোটা টিম অনুষ্ঠানে অংশ নেয়। সেখানে তিন অভিনেতাই খ্যাতনামী। অথচ, প্রযোজনা সংস্থা একবারও তাঁদের প্রচারে জুড়লেন না! প্রসঙ্গ তুলতেই বিষয়টি সবিস্তার ব্যাখ্যা করেছেন প্রযোজক রানা সরকার। তাঁর কথায়, “ধূমকেতু’র গল্প দেব-শুভশ্রী নির্ভর। তাই তাঁদের ঘিরে যাবতীয় উন্মাদনা। দ্বিতীয়ত, ১০ বছর ধরে ছবিমুক্তির অপেক্ষা এবং দুই তারকাকে একসঙ্গে দেখার আগ্রহ তুঙ্গে। তাই ওঁদের আমরা সকলের সামনে এনেছি।” এই প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত একটাই প্রচার-অনুষ্ঠান হয়েছে। সেটি ছবির ট্রেলারমুক্তি। সেখানে তাঁরা উপস্থিত হয়েছিলেন। বাকি প্রচার হয়েছে সমাজমাধ্যমে। ফলে, প্রত্যেকের উপস্থিতির প্রশ্নই ওঠে না।

বক্তব্যের শেষে প্রযোজকের আশ্বাস, ছবির প্রচার এখনও শেষ হয়নি। ‘ধূমকেতু’ মুক্তির পরেও অনুষ্ঠান হবে। তখন যে বাকিদের দেখা যাবে না, কে বলতে পারে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement