Janhvi Kapoor

আঙুলে হিরের আংটি, চর্চিত প্রেমিকের সঙ্গে মন্দিরে জাহ্নবী, চুপিচুপি বাগ্‌দান সারলেন নাকি?

তিরুপতির মন্দিরেই সকলের অজান্তেই বাগ্‌দান সেরেছেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কপূর? কেন গিয়েছিলেন মন্দিরে, জানা গেল কারণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৩ ১৯:৩৫
Share:

জাহ্নবী কপূর। ছবি: সংগৃহীত।

দক্ষিণ ভারতীয় পোশাকে জাহ্নবী কপূর, সাদা ধুতি ও উত্তরীয় পরে তাঁর চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়া। দু’জনে মিলে গিয়েছিলেন তিরুপতি মন্দিরে। নিমেষে ছড়িয়ে পড়েছে সেই ছবি। জাহ্নবীর সাজপোশাকের মধ্যে অভিনেত্রীর আঙুলে বড় হিরের আংটি নজর কেড়েছে অনেকের। ফিসফাস শুরু হয়ে প্রেমিকের সঙ্গে তিরুপতির মন্দিরেই সকলের অজান্তেই বাগ্‌দান সেরেছেন অভিনেত্রী। যদিও এ কথা একেবারেই অস্বীকার করেছেন অভিনেত্রীর ঘনিষ্ঠ সূ্ত্র।

Advertisement

অভিনেত্রীর বাগ্‌দানের খবর একেবারেই গুজব। আসলে শ্রীদেবীর মৃত্যুর পর থেকেই প্রতি বছর মায়ের জন্মদিনে তিরুপতি গিয়ে পুজো দেন জাহ্নবী। এ বছর ১৩ অগস্ট ভোপালে ‘উলাঝ’ ছবির শুটিং থাকায় যেতে পারেননি। তাই কাজ শেষ হতেই, শিখরের সঙ্গে মায়ের জন্য পুজো দিতে অন্ধ্রপ্রদেশ গেলেন শ্রীদেবী-কন্যা। অভিনেত্রীর হাতের আংটি থেকে অন্য গয়না সবই তাঁর মায়ের। শ্রীদেবীর জন্মদিনে মায়ের সব জিনিস পরতেই পছন্দ করেন অভিনেত্রী।

প্রতি বছর জন্মদিনে শ্রীদেবী তিরুপতি যেতেন। সেই ধারা বজায় রেখেছেন অভিনেত্রী। নিজের জন্মদিনে ও শিখরের জন্মদিনেও সেখানে পুজো দিতে যান। গত ৬ জানুয়ারি ২৬-এ পা দিলেন জাহ্নবী। বলিউডে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করার পর জাহ্নবীর প্রেমজীবন নিয়ে কম জলঘোলা হয়নি। ‘ধড়ক’ ছবির অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে দীর্ঘ দিন ধরে জল্পনা চলেছে বলিপাড়ার অন্দরে। তার পর শোনা যায়, পুরনো প্রেমিক শিখরের কাছে ফিরে গিয়েছেন নায়িকা। যদিও নায়িকার দাবি, তিনি ‘সিঙ্গল’। তবে ইনস্টাগ্রামের পাতায় একের অপরের প্রতি ভালবাসা দেখিয়ে থাকেন মাঝেমধ্যেই। অবশ্য সম্পর্ক নিয়ে এখনই কোনও আনুষ্ঠানিক ঘোষণা করতে নারাজ জাহ্নবী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement