Twinkle Khanna

স্ত্রীর নামে কাঁধে উল্কি করিয়েছেন অক্ষয়, কিন্তু স্বামীর নাম শরীরে খোদাই করতে ঘোর আপত্তি টুইঙ্কলের

অক্ষয়ের বাঁ কাঁধে রয়েছে ‘টিনা’ (টুইঙ্কলের ডাক নাম) লেখা উল্কি। ডান কাঁধে লেখা মেয়ে নিতারার নাম। যদিও স্বামীর নাম শরীরের কোথাও খোদাই করে রাখতে চান না টুইঙ্কল। কেন?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ২২:২১
Share:

কী কারণে অক্ষয়ের নামে উল্কি করাতে চান না টুইঙ্কল? ছবি: সংগৃহীত।

ভেবেছিলেন দিন ১৫ মতো অক্ষয় কুমারের সঙ্গে ‘ডেট’ করবেন। তার পর, যে যার রাস্তায়। বলাই বাহুল্য, টুইঙ্কেলের সে পরিকল্পনা একেবারেই ভেস্তে গিয়েছে। অক্ষয়কে মন দিয়ে বসলেন। সেখান থেকে বিয়ে। দীর্ঘ ২৪ বছরের দাম্পত্যজীবন তাঁদের। অক্ষয় নিজের শরীরে স্ত্রীর নাম উল্কি করিয়েছেন। টুইঙ্কল অবশ্য এমন কিছু করতে নারাজ। জানিয়েছেন তার কারণ।

Advertisement

প্রকাশ্যে খুব কমই দেখা যায় অক্ষয়পত্নীকে। তাঁকে বেশি পাওয়া যায় সমাজমাধ্যমে। অভিনয়কে বহু বছর আগেই বিদায় জানিয়েছেন টুইঙ্কল। নিজেই স্বীকার করেছিলেন, অভিনয়ের দক্ষতা তাঁর নেই। বর্তমানে লেখালিখি তাঁর পেশা। এর পাশাপাশি উদ্যোগপতি হিসাবেও পরিচিত তিনি। সম্প্রতি, কাজলের সঙ্গে একটি অনুষ্ঠানের সঞ্চালনা করছেন তিনি। সেখানেই এক পর্বে অতিথি হয়ে আসেন অক্ষয়। ওই পর্বেই তাঁদের দাম্পত্যজীবনের খুঁটিনাটি নিয়ে কথা হয়।

অনুষ্ঠানে টুইঙ্কল জানান, উল্কিতে তাঁর আপত্তি রয়েছে। যদিও অক্ষয়ের বাঁ কাঁধে রয়েছে ‘টিনা’ (টুইঙ্কলের ডাক নাম) লেখা উল্কি। ডান কাঁধে লেখা মেয়ে নিতারার নাম। আর পিঠে লেখা আছে ছেলে আরভের নাম। তবে টুইঙ্কল জানান, তিনি কোনও দিনই উল্কি করবেন না। কারণ হিসাবে বলেন, ‘‘জীবনে কোনও কিছু স্থায়ী নয়, কিন্তু ‘ট্যাটু’ তো স্থায়ী। আর বিয়ে, সেটাও যে কোনও সময় ভেঙে যেতে পারে। যদি আবার সেই নাম মুছতে হয়। সেই ভেবে কারও নাম লিখি না শরীরে।’’ বরাবরই টুইঙ্কলের রসবোধের প্রশংসা করে এসেছেন সকলে। এ ক্ষেত্রেও টুইঙ্কলের উত্তর শুনে হতবাক হয়ে যান অক্ষয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement