দিশার বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনায় নতুন মোড়! ছবি: সংগৃহীত।
দিশা পটানীর বাড়ির সামনে গুলি চলেছিল ১২ সেপ্টেম্বর। ঘটনায় দুষ্কৃতীরা শাস্তি পাবে, আশ্বাস দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কথা রেখে, দুই দুষ্কৃতীকে বুধবার গুলিতে ঝাঁঝরা করেছে যোগী সরকারের পুলিশ। এ বার এই ঘটনার সঙ্গে জড়িত দুই নাবালক অভিযুক্তকে আটক করল দিল্লি পুলিশ।
দিল্লি পুলিশের তরফ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, তাদের একটি বিশেষ বাহিনী ওই দুই নাবালক অভিযুক্তকে আটক করেছে। দিল্লি থেকেই তাদের গ্রেফতার করা হয়েছে।
১২ সেপ্টেম্বর মধ্যরাতে গুলি চলে অভিনেত্রী দিশার বরেলীর বাড়িতে। অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি এসে ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালিয়েছিল। ঘটনার দায় স্বীকার করেছিল কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার। তাদের দাবি, দিশার দিদি খুশবু পটানী হিন্দু ধর্মের অসম্মান করেছেন। তার পরেই দিশার পরিবারকে নিজেই ফোন করে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন যোগী আদিত্যনাথ। তার ঠিক দু’দিন পরেই দুই দুষ্কৃতীকে গুলিতে ঝাঁঝরা করে যোগী আদিত্যনাথের পুলিশ।
গাজিয়াবাদে উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ-এর (স্পেশ্যাল টাস্ক ফোর্স) সঙ্গে গুলির লড়াই চলে ওই দুই ব্যক্তির। সেখানেই পুলিশের গুলিতে মৃত্যু হয় রবিন্দ ওরফে কুলু এবং অরুণের। উভয়েই কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং রোহিত গোদারার সদস্য বলে জানা গিয়েছে।
গত ১২ সেপ্টেম্বর দুষ্কৃতীদের গুলিবর্ষণ থেকে কোনওমতে রক্ষা পেয়েছিলেন দিশার বাবা জগদীশ পটানী। তাই দুষ্কৃতীদের পরিণতি শুনে যোগী আদিত্যনাথের উদ্দেশে তিনি বলেছেন, “আমার এবং গোটা পরিবারের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তিনি কথা দিয়েছিলেন, পদক্ষেপ করবেন। ওঁর তত্ত্বাবধানেই আততায়ীদের এত কম সময়ের মধ্যে শায়েস্তা করা গিয়েছে।”