Urfi Javed

ঠোঁট ফুলে ঢোল, যন্ত্রণাকাতর উর্ফী বদলে গেলেন লিপ ফিলার্স সরতেই! কেমন দেখতে হলেন এ বার?

বেশ কয়েকদিন এমন চেহারা নিয়েই ঘুরেছেন। সেই কারণে অনেকে যেমন তাঁকে নিয়ে হাসাহাসি করেছে। আবার বলিপাড়ার অনেকেই তাঁর এই সাহসকে কুর্নিশ জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৪:৪৩
Share:

উধাও ফির্লাস কেমন দেখতে হলেন উর্ফী? ছবি: সংগৃহীত।

গত কয়েক দিনে চর্চায় উর্ফী জাভেদের ঠোঁট। গিয়েছিলেন সুন্দর হতে। ঠোঁটে ফিলার্স করিয়েছিলেন। কিন্তু তাঁর পরিণাম হয়েছে ভয়ঙ্কর। সুন্দর হওয়ার খেসারত দিতে হয়েছে উর্ফীকে।

Advertisement

মস্ত ফুলে গিয়েছে তাঁর ঠোঁট। স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বড়। বদলে গিয়েছিল উর্ফীর মুখের আকৃতি। যদিও নিজের এই ফোলা মুখ নিয়ে রসিকতা করেছেন উর্ফীও। অন্যদের মতো মুখ লুকিয়ে ঘোরেননি, বরং নিজের চেহারা দেখিয়েছেন সকলকে। বেশ কয়েকদিন এমন চেহারা নিয়েই ঘুরেছেন। সেই কারণে অনেকে তাঁকে নিয়ে হাসাহাসি করেছে। আবার বলিপাড়ার অনেকেই তাঁর এই সাহসকে কুর্নিশ জানিয়েছেন। এ বার সামনে এল উর্ফীর নয়া রূপ।

পরনে নীল চেক ফ্রক। সুন্দর পরিপাটি চুল। মুখে রূপটানের ছোঁয়া। ঠোঁটের ফোলা ভাব একেবারে নেই। সম্পূর্ণ স্বাভাবিক চেহারায় ধরা দিলেন তিনি। কিন্তু এতেও কিছু কারসাজি রয়েছে। চকচক করছে উর্ফী লিপস্টিক পরা ঠোঁট। আগের থেকে অনেক স্বাভাবিক। তবে একেবারে গোড়ার দিকে উর্ফীর যেমন ঠোঁট ছিল তার সঙ্গে মিল নেই। ফির্লাস সরিয়ে দিয়েছেন। কিন্তু এ বার তিনি নিজেই জানালেন লিপ প্লাম্পার করিয়েছেন।

Advertisement

উর্ফীর নয়া রূপ। ছবি: সংগৃহীত।

নতুন অবতারে ধরা দিয়ে উর্ফী লিখলেন, ‘‘আমাকে নিয়ে অনেক মিম হয়েছে। কটাক্ষ সয়েছি। যদিও সে সব দেখে আমিও আনন্দ পেয়েছি। দেখুন ফির্লাসবিহীন আমার চেহারা। এ বার থেকে এ ভাবেই দেখতে পাবেন আমাকে। যদিও এখানেও লিপ প্লাম্পার ব্যবহার করেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement