Celebrity Controversy

জ্ঞান বাড়াতে গীতা পড়ছেন! স্বধর্মের কাউকে বিয়ে করবেন না, জীবন নিয়ে বিস্ফোরক উরফি

বাবা প্রচণ্ড রক্ষণশীল ছিলেন। তাঁর যখন মাত্র ১৭, তখন তাঁদের ছেড়ে চলে যান তিনি। তাই কি মনের পরিবর্তন উরফির?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩২
Share:

উরফি জাভেদ গীতা পাঠ করছেন? ছবি: সংগৃহীত।

পোশাকে যতটা সাহসিনী, কথাবার্তাতেও। মতপ্রকাশে একটুও রাখঢাক নেই তাঁর। উরফি যাদবের কি বিতর্ক লগ্নে জন্ম? কিছু দিন অন্তর এমন পোশাকে সেজে নিজেকে তুলে ধরেন যা দেখে চমকিত তাঁর অনুরাগীরা। সমাজমাধ্যমে সমালোচনার ঝড়। সেই বিতর্কে শুরুতে জড়িয়ে পড়েছিলেন বলিউডের তারকা অভিনেতারাও। একই সঙ্গে তাঁর নানা ভাবে নিজেকে উপস্থাপিত করার ভাবনা প্রশংসিতও। উরফির সাহসিকতাই তাঁর ‘ট্যাগলাইন’।

Advertisement

সম্প্রতি, নিজের জীবন নিয়ে খোলামেলা বক্তব্য রেখেছিলেন তিনি। জানান, জ্ঞান বাড়াতে তিনি গীতাপাঠ করছেন! আগামীতে নিজের ধর্মের কোনও পুরুষকে বিয়ে করবেন না।উরফির অতীত বলে, এক রক্ষণশীল মুসলিম পরিবারে জন্ম তাঁর। বাবা প্রচণ্ড গোঁড়া। অভিনেত্রী যখন মাত্র ১৭ তখন বাবা তাঁদের ছেড়ে চলে যান।

বাবার এই আচরণ দেখেই কি তাঁর মনের ধারা বদল? এ কথার অবশ্য স্পষ্ট জবাব দেননি। তবে উরফি জানিয়েছেন, তাঁর স্বধর্মে নাকি কোনও স্বাধীনতা নেই! স্বাধীন জীবনযাপন, স্বাধীন উপার্জন, এমনকি কাকে তিনি বিয়ে করবেন— সেটা ঠিক করারও নাকি অধিকার নেই তাঁর! তাই তিনি যখন প্রথম খোলামেলা পোশাকে নিজেকে মেলে ধরেছিলেন, তাঁর সম্প্রদায়-ই তাঁকে প্রথম ধিক্কার জানিয়েছিল! জানিয়েছেন ‘বিগ বস’-খ্যাত প্রতিযোগিনী।

Advertisement

এখানেই আপত্তি তাঁর। স্বাধীনতায় বিশ্বাসী উরফি নাকি তখনই ঠিক করে নেন, স্বধর্মের কোনও পুরুষকে তিনি বিয়ে করবেন না। যুক্তি, “আমার মা খুবই ধার্মিক। কিন্তু আমাদের উপর জোর করে কোনও ধর্মীয় ভাবনা চাপিয়ে দেননি।” পাশাপাশি, নিজের ধর্ম প্রতি পদক্ষেপে তাঁর সঙ্গে এতটাই বিরোধিতা করেছে যে তিনি আস্থা হারিয়েছেন। শান্তি খুঁজছেন ভগবদ্গীতায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement