Rudranil Ghosh

Rudranil Ghosh: রাজ-শুভশ্রী, পরমের পরে আমারও করোনা হল: রুদ্রনীল

আগে কোভিড হয়নি রুদ্রনীলের। এই প্রথম। অভিনেতা জানালেন, হাল্কা জ্বর রয়েছে। সঙ্গে গা-হাত পা ব্যথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২২ ১৭:০০
Share:

করোনা আক্রান্ত রুদ্রনীল ঘোষ

করোনা আক্রান্ত অভিনেতা রুদ্রনীল ঘোষ। টুইট সে কথা নিজেই জানিয়েছেন। তিনি নিভৃতবাসে আছেন। সকলকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। আনন্দবাজার অনলাইনকে রুদ্রনীল বললেন, " আগে কোভিড হয়নি। এই প্রথম। হাল্কা জ্বর। গা-হাত পা ব্যথা। সকলের হচ্ছে এ বার। রাজ-শুভশ্রী, পরম তার পরে আমি। মনে হয় না পাঁচ দিনের বেশি থাকবে।"

টলিউডে একের পর এক তারকা করোনা আক্রান্ত হচ্ছেন। সস্ত্রীক আক্রান্ত পরিচালক তথা ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। শ্রীজাত, সৃজিত মুখোপাধ্যায়, শতরূপা সান্যাল, চিত্রাঙ্গদা চক্রবর্তীর মতো তারকাদের শরীরেও বাসা বেঁধেছে এই ভাইরাস। দেব জানিয়েছেন, করোনা পরীক্ষা করিয়েছেন তিনিও। জ্বরে আক্রান্ত শ্রীলেখা মিত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement