Entertainment News

ভোটে লড়বেন ঊর্মিলা? কোন দলের টিকিটে?

যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে চাননি মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি সঞ্জয় নিরুপম। অভিনেত্রীর পরিবারের কোনও সদস্যও এ নিয়ে মুখ খুলতে চাননি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৯ ১৩:৪৯
Share:

ঊর্মিলা মাতণ্ডকর। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

অভিনয় এবং রাজনীতি— সমানতালে দুই পেশা সামলেছেন, এমন উদাহরণ অনেক রয়েছে। সেই তালিকায় এ বার সম্ভবত যোগ হতে চলেছে নতুন একটি নাম। তিনি ঊর্মিলা মাতণ্ডকর। শোনা যাচ্ছে আসন্ন লোকসভা ভোটে কংগ্রেসের টিকিটে মুম্বই থেকে লড়াই করতে পারেন নায়িকা।

Advertisement

যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে চাননি মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি সঞ্জয় নিরুপম। অভিনেত্রীর পরিবারের কোনও সদস্যও এ নিয়ে মুখ খুলতে চাননি।

কংগ্রেস সূত্রে খবর, শীর্ষ নেতৃত্বের বিবেচনায় রয়েছেন ঊর্মিলা। খুব তাড়াতাড়িই সিদ্ধান্ত জানানো হবে। মু্ম্বইয়ের ছ’টি লোকসভা আসনে নির্বাচন হবে আগামী ২৯ এপ্রিল।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

মরাঠি ছবিতে শিশু অভিনেত্রী হিসেবে জার্নি শুরু করেছিলেন ঊর্মিলা। একের পর এক মেনস্ট্রিম বলিউডি ছবিতে অভিনয় করেছেন তিনি। একাধিক দক্ষিণী ছবিতেও তাঁর পারফরম্যান্স দেখেছেন দর্শক। ইদানীং অনস্ক্রিন তাঁকে আর সে ভাবে দেখা যায় না। সে কারণেই রাজনীতিতে সময় দিতে চান বলে মনে করছেন ফিল্ম ইন্ডাস্ট্রির একটা অংশ।

আরও পড়ুন, ইটস্ অফিশিয়াল, সারা এবং কার্তিক এ বার...!

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement