Ushasie Chakraborty

যোগাসন করে যৌন হেনস্থার মুখে ঊষসী চক্রবর্তী! আরও বেশি করে এমন ছবি দেবেন, প্রত্যয়ী অভিনেত্রী

যোগাসানের ছবি পোস্ট করে সমাজমাধ্যমে হেনস্থার শিকার অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। এ বার প্রতিজ্ঞাবদ্ধ হলেন অভিনেত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ মে ২০২৩ ১৯:১০
Share:

যোগাসানের কারণে যৌন হেনস্থা! কড়া জবাব দিলেন ঊষসী। ছবি: ফেসবুক।

শরীরচর্চার ক্ষেত্রে ঢিলেমি একেবারেই পছন্দ নয় অভিনেত্রী ঊষসী চক্রবর্তীর। ব্যস্ততা থাকা সত্ত্বেও নিয়মিত শরীরচর্চা তাঁর রুটিনের অংশ। মাঝেমধ্যেই নিজের সমাজমাধ্যমের পাতায় সেই শরীরচর্চার ছবি দিয়ে থাকেন অভিনেত্রী। আধুনিক সময়ের জিম নয়, বরং সনাতনী শরীরচর্চা যোগেই ভরসা তাঁর। জিমে যে একেবারেই যান না, এমন নয়। তবে যোগচর্চার অভ্যাস রয়েছে তাঁর। সম্প্রতি কর্ণপিডাসনের ছবি দেন ঊষসী। তার পরই সমাজমাধ্যমে লাগাতার কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। নানা ধরনের কুপ্রস্তাবও পান পর্দার জুন আন্টি। এই প্রসঙ্গে ঊষসীর সাফ কথা, মানুষ যত এমন করবে, আমি তত বেশি করে এ রকম ছবি দেব।

Advertisement

আনন্দবাজার অনলাইনকে খানিকটা ক্ষুব্ধ হয়েই ঊষসী বলেন, ‘‘আমাকে এই পোজ়ে দেখে দেখছি অনেকেরই যৌন চাহিদার উদ্রেক হচ্ছে। তবে কর্ণপিডাসন এমন একটা আসন, যা অবসাদ, বদহজমের ক্ষেত্রে ভীষণ উপকারী। এই ধরনের একটু কঠিন যোগাসন করার অভ্যাস রয়েছে আমার। সেটা দেখে নানা কটু কথা হচ্ছে, যা শালীনতার মাত্রা ছাড়িয়েছে। আসলে সমাজমাধ্যম এখন অশিক্ষিত মানুষদের হাতে একটু ক্ষমতা দিয়েছে। আর তারকারাই তাঁদের টার্গেট। আসলে সব কিছুর ভালমন্দ দিক আছে। তবে যোগাসনের মতো একটা নিরীহ শরীরচর্চায় কী ভাবে মানুষ যৌনতা খুঁজে পান সেটাই বিস্ময়কর।’’

তবে একটা দিকে দৃঢ়চেতা ঊষসী তাঁর কথায়, ‘‘যোগাসনের কারণে যৌন চেতনা উদ্রেক হচ্ছে মানছি। তার কারণে সমাজমাধ্যমে গালাগালি করা এক অভূতপূর্ব ব্যাপার! তবে যে যা-ই বলুক, আমি এ রকম বিকট, কঠিন, জটিল যোগাসন করব ও সেই ছবি দেব।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন