Nirmal Kumar Health Update

সংক্রমণ নিয়ে হাসপাতালে নির্মলকুমার, কেমন আছেন মাধবী মুখোপাধ্যায়ের স্বামী? জানালেন মিমি

পায়ে সংক্রমণ হয়েছে, জানিয়েছেন অভিনেতার কন্যা। সংক্রমণ ছড়িয়ে পড়তেই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ১৪:৩৩
Share:

হাসপাতালে নির্মলকুমার। ছবি: সংগৃহীত।

হাসপাতালে নির্মলকুমার। খবর, দিন তিনেক আগে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে তাঁকে। বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থার কথা জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল তাঁর কন্যা মিমি ভট্টাচার্যের সঙ্গে। তিনি বলেন, “বাবার পায়ে সেলুলাইটিস থেকে সংক্রমণ ছড়িয়েছিল। তার জন্যই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এখন অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।”

Advertisement

নির্মলকুমারের বয়স ৯৬ বছর। মিমির কথায়, “এই বয়সে সাধারণত এই ধরনের সমস্যা দেখা দেয়। বাবার সুগারের সমস্যা নেই। তাই চিকিৎসক জানিয়েছেন, ভয়ের কোনও কারণ নেই। অনেকটা বয়স হয়ে গিয়েছে। তাই সারতে সময় লাগবে। তাই কবে হাসপাতাল থেকে বাবাকে ছাড়বেন, এখনই বলতে পারছেন না।” চিকিৎসাশাস্ত্র অনুযায়ী, পায়ের ত্বকে জীবাণু সংক্রমণ থেকে সেলুলাইটিস দেখা দেয়। আক্রান্ত অংশ ফুলে যায়। লালচে হয়ে ওঠে। অনেক সময় আক্রান্তের জ্বরও আসতে পারে।

মাঝেমধ্যে অসুস্থতায় ভুগছেন নির্মলকুমারের অভিনেত্রী স্ত্রী মাধবী মুখোপাধ্যায়ও। কেমন আছেন তিনি? মিমি জানিয়েছেন, ভাল আছেন তিনি। অভিনেত্রী শুটিংয়ে ব্যস্ত, “মা ধারাবাহিক ‘রোশনাই’য়ে অভিনয় করছেন। আজ শুটিংয়ে গিয়েছেন।”

Advertisement

১৯২৮ সালের ১৪ ডিসেম্বর কলকাতায় জন্ম প্রবীণ অভিনেতার। বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি। নির্মলকুমারের ঝুলিতে ‘কমললতা’, ‘বাঞ্ছারামের বাগান’, ‘আদালত ও একটি মেয়ে’, ‘ক্ষণিকের অতিথি’র মতো জনপ্রিয় ছবি রয়েছে। উত্তমকুমার, সুচিত্রা সেনের বিপরীতেও নিজের স্বকীয়তায় উজ্জ্বল ছিলেন সুদর্শন অভিনেতা। তাঁর অভিনয় ষাট, সত্তরের দশকে প্রশংসিত হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement