Shatrughan Sinha

‘কার্তিককে দেখে নিজেকে মনে পড়ে, আমিও ওর মতো...’ হঠাৎ কেন এমন বললেন শত্রুঘ্ন?

কার্তিকের প্রশংসায় পঞ্চমুখ শত্রুঘ্ন। তাঁর অভিনয় প্রতিভার দাপটে বর্ষীয়ান অভিনেতা খুঁজে পাচ্ছেন নিজেকে!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৩:১৬
Share:

শত্রুঘ্ন সিংহের মতোই বহিরাগত কার্তিক আরিয়ান। ছবি: সংগৃহীত।

কার্তিক আরিয়ানও নাকি ইদানীং ‘খামোশ’ বলছেন? শত্রুঘ্ন সিংহকে নকল করছেন নাকি! বর্ষীয়ান অভিনেতা কার্তিকের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছেন যে! সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ কথা তিনি ফাঁসও করেছেন। বলেছেন, “কার্তিকের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছি। আমিও ওর মতোই ছিলাম।”

Advertisement

না, কার্তিক নিজমুখে বর্ষীয়ান অভিনেতার এই বিখ্যাত সংলাপ আওড়াননি। তিনি কাজ দিয়ে এমনটাই নাকি ঘোষণা করেছেন, দাবি শত্রুঘ্নের। তাঁর মতো কার্তিকও বহিরাগত। বাইরে থেকে এসে নিজেকে বলিউডে প্রমাণ করেছেন। একের পর এক ছবির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আর এখন, হিন্দি ছবির দুনিয়ায় তিনিই প্রথম সারির নায়ক। যিনি বলিউড শাসন করছেন! বর্ষীয়ান অভিনেতার কথায়, “আমিও বলিউডের অন্দরের কেউ নই। পারিবারিক কোনও ঐতিহ্য আমার ছিল না। তার পরেও কেবল নিজের অভিনয়ের প্রতিভার জোরে বলিউড শাসন করেছি।”

এই প্রসঙ্গে তিনি অমিতাভ বচ্চনের কথাও জানিয়েছেন। বলেছেন, “অমিতাভ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর থেকে সুপারিশপত্র এনেছিলেন। আমার কাছে এ রকম কিছুই ছিল না। কারণ, আমি কাউকে চিনতাম না। এমনকি সেই সময়ের নায়কদের মতো ফর্সা, সুপুরুষও ছিলাম না।” এই তালিকায় তিনি অক্ষয় কুমারকেও রেখেছেন। তাঁর মতে, অক্ষয়ের পর কার্তিক ব্যাটন তুলে নিয়েছেন।

Advertisement

শত্রুঘ্নের দাবি, এর জন্য চাই অদম্য মনোভাব, অক্লান্ত পরিশ্রম। যেটা কার্তিকের রয়েছে। তিনি আরও জানিয়েছেন, ১০ বছর অন্তর এ ভাবেই বলিউড একজন বহিরাগতকে পায়। যিনি নিজের অধ্যবসায়, প্রতিভা, পরিশ্রমের জোরে মায়ানগরীতে রাজপাট সামলান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement