Entertainment News

অভিনেত্রী রীতা ভাদুড়ির জীবনাবসান

প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেত্রী রীতা ভাদুড়ি। বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন রীতা দেবী। ১০ দিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রীতা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৮ ১০:২৮
Share:

রীতা ভাদুড়ি। ফাইল চিত্র।

প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেত্রী রীতা ভাদুড়ি। বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন রীতা দেবী। ১০ দিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রীতা।

Advertisement

রীতার মৃত্যুর খবর সর্বপ্রথম জানান অভিনেতা শিশির শর্মা। এ দিন ফেসবুকে শিশির লেখেন ‘দুঃখের খবর, রীতা ভাদুড়ি আমাদের ছেড়ে গেলেন। আজ দুপুর ১২টা নাগাদ পারসি ওয়াডা রোডের শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। একজন অসাধারণ মানুষকে হারালাম। এই ইন্ডাস্ট্রির অনেকের কাছেই একজন মা ছিলেন রীতা দেবী। মাকে আমরা মিস করব।’

আরও পড়ুন: সরকারের সমালোচনা করলে প্রাণ যেতে পারে, বলছেন সেফ

Advertisement

সম্প্রতি ‘নিমকি মুখিয়া’ বলে একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন রীতা ভাদুড়ি। প্রায় ৭০ টিরও বেশি ছবিতে দেখা গিয়েছিল রীতাকে। রাজ, জুলি, বেটা এবং আরও বেশ কিছু ছবিতে অভিনয় করে নিজের জাত চিনিয়েছিলেন রীতা দেবী। টেলিভিশনের সঙ্গেও যুক্ত ছিলেন দীর্ঘ দিন। তিরিশেরও বেশি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তাঁর মৃত্যুতে অভিনয় জগতে শোকের ছায়া নেমে আসে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন