Advertisement
E-Paper

সরকারের সমালোচনা করলে প্রাণ যেতে পারে, বলছেন সেফ

ভারতে সরকারের সমালোচনা করলে কেউ খুন হয়ে যেতে পারে বলে মন্তব্য করলেন সেফ আলি খান।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৮ ০৩:৫১
সেফ আলি খান। ছবি: এএফপি।

সেফ আলি খান। ছবি: এএফপি।

ভারতে সরকারের সমালোচনা করলে কেউ খুন হয়ে যেতে পারে বলে মন্তব্য করলেন সেফ আলি খান। নেটফ্লিক্স সিরিজ ‘সেক্রেড গেমস’ বিতর্ক প্রসঙ্গে একটি ওয়েবসাইটকে তিনি বলেন, ‘‘ভারতে কেউ অন্য জাতের কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে তাকে খুন করা হতে পারে। আমি জানি না, ভারতে সরকারের সমালোচনা কতটা করা যায়। সরকারের সমালোচনা করলে কেউ খুনও হয়ে যেতে পারে।’’ এই সিরিজে পুলিশ ইনস্পেক্টরের চরিত্রে অভিনয় করেছেন সেফ।

এই সিরিজে রাজীব গাঁধীকে অসম্মান করার অভিযোগে বিতর্ক শুরু হয়েছে। যদিও কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী টুইটারে জানান, বিজেপি বা আরএসএস মত প্রকাশের স্বাধীনতায় নজরদারি ও নিয়ন্ত্রণে বিশ্বাসী হলেও তাঁর মতে, এই স্বাধীনতা মৌলিক গণতান্ত্রিক অধিকার। কল্পিত ওয়েব সিরিজ তাঁর বাবার ভাবমূর্তি বদলাতে পারবে না। এই গণতান্ত্রিক মনোভাবের প্রশংসা করে টুইট করেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। সিরিজটিতে আডবাণীর রথযাত্রা, বাবরি ধ্বংস, মুম্বই বিস্ফোরণ-সহ বিভিন্ন ঘটনার উল্লেখ রয়েছে। এমন সংলাপও রয়েছে যে ধর্ম ভারতে সবচেয়ে বড় ব্যবসা। সিরিজটি বন্ধ করার সম্ভাবনা প্রসঙ্গে সেফ বলেন, ‘‘সেটা খুবই হতাশাজনক।’’ করিনা কপূরের সঙ্গে তাঁর বিয়েকে সঙ্ঘ বলেছিল ‘লাভ জেহাদ’। সেফ তখন লিখেছিলেন, বিভিন্ন ধর্মাবলম্বীদের বিয়েই ভারত। তা লাভ জেহাদ নয়।’’

Saif Ali Khan Sacred Games Netflix Web Series Rajib Gandhi রাজীব গাঁধী সেক্রেড গেমস সেফ আলি খান
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy