Prabhat Roy

দীর্ঘ ১১ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রভাত রায়, বাড়ি ফিরে কী বললেন পরিচালক?

উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। পরিস্থিতি জটিল হতেই হাসপাতালে ভর্তি করানো হয় পরিচালক প্রভাত রায়কে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৩ ১৭:১৫
Share:

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পরিচালক প্রভাত রায়। ছবি: সংগৃহীত।

অবশেষে মিলল ছুটি। ১১ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন টলিপাড়ার বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়। বুধবার সন্ধ্যায় তিনি বাড়ি ফিরেছেন। চিকিৎসার পর এখন তিনি সুস্থ। আনন্দবাজার অনলাইনকে প্রভাত বললেন, ‘‘এখন আমার রক্তচাপ নিয়ন্ত্রণে। আগের থেকে অনেকটাই ভাল আছি। ডাক্তার বিশ্রাম করতে বলেছেন।’’

Advertisement

উল্লেখ্য, বেশ কিছু দিন উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন প্রভাত। রবিবার শারীরিক পরিস্থিতির অবনতি হলে, পরিচালক হরনাথ চক্রবর্তী এবং প্রেমেন্দুবিকাশ চাকী প্রভাতকে টালিগঞ্জের বাঙুর হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে হাসপাতালে পরিচালককে দেখতে হাজির হয়েছিলেন তাঁর দীর্ঘ দিনের বন্ধু ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে প্রভাত আনন্দবাজার অনলাইনকে বলেছিলেন, ‘‘ও এসে আমার সঙ্গে দেখা করায় খুব খুশি হয়েছি।’’

গত মঙ্গলবার দোলের দিন ছিল প্রভাত রায়ের জন্মদিন। সে দিন হাসপাতালের বেডে শুয়েই কেক কাটেন শিল্পী। কেক নিয়ে গিয়েছিলেন টলিপাড়ার প্রচার অঙ্কন শিল্পী একতা ভট্টাচার্য।

Advertisement

গত বছর স্ত্রী জয়শ্রীর প্রয়াণের পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েন প্রভাত রায়। এক সময় পরিচালকের হাত ধরে ইন্ডাস্ট্রি পেয়েছিল একের পর এক তারকাকে। কিন্তু তাঁদের মধ্যে অনেকেই এখন আর পরিচালকের খোঁজ রাখেন না বলে সমাজমাধ্যমে দুঃখপ্রকাশ করেছিলেন প্রভাত রায়। বলেছিলেন, ঋতুপর্ণা সেনগুপ্ত, টোটা রায়চৌধুরী এবং সায়ন্তিকা ছাড়া কেউ আর এখন তাঁর খোঁজ রাখেন না।

ভিক্টর ছাড়া টলিপাড়া থেকে আর কে কে দেখা করতে এসেছিলেন তাঁর সঙ্গে? পরিচালক জানালেন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছেন। পরিচালকের কথায়, ‘‘আরও অনেকেই ফোন করেছেন। কিন্তু আমি নিজে তাঁদের আসতে নিষেধ করেছিলাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন