Entertainment News

‘বিয়ের পর…’ ইনস্টাগ্রামে ‘জ্ঞান’ দিলেন বিদ্যা!

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন বিদ্যা। যেখানে একটি অ্যাপ ব্যবহার করে নির্দিষ্ট বার্তা দিয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৯ ১৫:৪০
Share:

ওই ভিডিয়োয় বিদ্যা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

স্টিরিওটাইপ ধারণাকে কখনও মদত দেন না তিনি। সমাজে মেয়েদের ওপর চাপিয়ে দেওয়া তথাকথিত নিয়মেরও সমালোচনা করেন। তিনি বিদ্যা বালন। এ বারও সমালোচনার সুর শোনা গেল তাঁর গলায়। তবে তা অন্য ভাবে।

Advertisement

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন বিদ্যা। যেখানে একটি অ্যাপ ব্যবহার করে নির্দিষ্ট বার্তা দিয়েছেন। লাল শাড়ি, মঙ্গলসূত্র, সিঁদুর পরা বিদ্যা সেখানে কথা বলেছেন মেয়েদের চরিত্র নিয়ে!

ওই ভিডিয়োতে মজা করে বিদ্যা বলছেন, ‘শাস্ত্র অনুসারে প্রত্যেক কুমারী মেয়ের মধ্যে ন’জন দেবী বাস করেন। কিন্তু বিয়ের পর কোন দেবী জাগ্রত হবেন, তা নির্ভর করে মেয়েটির স্বামীর ব্যবহারের ওপর।’

Advertisement

আরও পড়ুন, রহস্য সমাধানে আসছেন নতুন গোয়েন্দা ‘শান্তিলাল’, দেখুন ট্রেলার

Some Tak-Tuk Time Passsssssss 🤪🤪🤪🤪🤪🤪🤪!

A post shared by Vidya Balan (@balanvidya) on

যদিও আলাদা করে এই ভিডিয়োর ব্যখ্যা দেননি বিদ্যা। শুধু লিখেছেন, ‘টাইম পাস’। আপাতত তিনি ব্যস্ত তাঁর আগামী ছবি ‘মিশন মঙ্গল’-এর কাজ নিয়ে। ইসরোর একদল বিজ্ঞানীর গল্প রয়েছে ছবিতে। অক্ষয় কুমার, সোনাক্ষী সিংহ, তাপসী পান্নু, কীর্তি কুলহারি, শরমন যোশির মতো তারকাদের সঙ্গে অভিনয় করেছেন বিদ্যা। সব কিছু ঠিক থাকলে অগস্টের মাঝামাঝি মুক্তি পাবে ছবিটি।

Jab jab koi bolega ki ladkiyaan scientist nahi ho sakti, tab tab #MissionMangal ki misaal di jaayegi. A big salute to the Mars brigade! @akshaykumar @taapsee @aslisona @sharmanjoshi @nithyamenen @iamkirtikulhari #HopeProductions #JaganShakti @foxstarhindi

A post shared by Vidya Balan (@balanvidya) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন