Vijay Deverakonda Met Car Accident

গাড়ি দুর্ঘটনায় মাথায় চোট বিজয় দেবরকোন্ডার, বাগ্‌দানের পরেই ঘটল অঘটন! রশ্মিকা মন্দানা কোথায়?

কেমন আছেন দক্ষিণী ছবির জনপ্রিয় নায়ক? কী ভাবে দুর্ঘটনা ঘটল? অভিনেতা নিজেই জানিয়েছেন সবিস্তার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ০৮:৫৮
Share:

কেমন আছেন বিজয় দেবরকোন্ডা? ছবি: ইনস্টাগ্রাম।

দিন দুই আগেই জোর গুঞ্জন, রশ্মিকা মন্দানার সঙ্গে ঘরোয়া অনুষ্ঠানে আংটি বিনিময় করেছেন বিজয় দেবরকোন্ডা। উভয় তারকার অনুরাগীরা যখন সেই খবরে আনন্দের জোয়ারে ভাসছেন, তখনই বিষাদের ছায়া! খবর, সোমবার গাড়ি দুর্ঘটনায় অল্পবিস্তর আহত দক্ষিণী ছবির খ্যাতনামী নায়ক।

Advertisement

বিজয় পরে অবশ্য এক বার্তায় সবাইকে আশ্বস্ত করে জানিয়েছেন, চোট তেমন কিছু গুরুতর নয়। বরং বিরিয়ানি আর বিশ্রাম — এই দুটোই তাঁকে দ্রুত সুস্থ করে তুলবে। এ-ও জানিয়েছেন, বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি। তিনি এবং তাঁর পরিবারের সকলে ভাল আছেন।

নায়ক আরও জানিয়েছেন, তাঁর দুর্ঘটনার খবর ছড়াতেই উদ্বিগ্ন সকলে। বহু জন তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। সমাজমাধ্যমে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁকে এত ভালবাসার জন্য সকলের কাছে তিনি কৃতজ্ঞ। পাশাপাশি অনুরোধ জানিয়েছেন, কেউ যেন ভুয়ো খবর না ছড়ান। এতে উদ্বেগ আরও বাড়বে।

Advertisement

রশ্মিকার সঙ্গে আংটি বদলের খবর ছড়ানোর পরেই বিজয়কে তাঁর পরিবারের সঙ্গে শ্রী সত্য সাঁই বাবার সমাধিস্থলে দেখা যায়। তখনই তাঁর বাঁ হাতের অনামিকায় আংটি দেখে গুঞ্জনের সত্যতায় একপ্রকার সিলমোহর পড়ে। এ-ও জানা গিয়েছে, উভয়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে পারেন। বিজয় ভাল আছেন জানার পরে কিছুটা হলেও স্বস্তিতে তাঁর অনুরাগীরা। উদ্বেগ থিতোতেই প্রশ্ন উঠেছে, রশ্মিকা বিজয়ের পাশে নেই কেন? তিনি কোথায়?

কী ভাবে গাড়ি দুর্ঘটনার মুখোমুখি দেবরকোন্ডা এবং তাঁর পরিবার? সংবাদমাধ্যম সূত্রে খবর, উল্টো দিক থেকে আসা একটি গাড়ি আচমকা ডান দিকে ঘুরতেই বিজয়ের গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। পরিবারের সকলে অক্ষত থাকলেও দুমড়ে গিয়েছে নায়কের গাড়ির সামনের অংশ। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার জোগুলম্বা গডবাল জেলার উন্ডাবল্লির কাছে। জানা গিয়েছে, বিজয় সপরিবার পুট্টপর্থী থেকে বাড়ি ফিরছিলেন। পুলিশ অভিযুক্ত গাড়িচালকের বিরুদ্ধে ‘হিট অ্যান্ড রান’ মামলা দায়ের করেছে।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement