Vikrant Massey

Vikrant Massey: বড়দের ছবি দেখতে গিয়ে মাসির কাছে ধরা পড়েছিলেন বিক্রান্ত

তিনি জানান, জীবনের সব চেয়ে লজ্জাজনক ঘটনাটি তাঁর দিদার বাড়িতে ঘটেছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জুলাই ২০২১ ২২:১১
Share:

বিক্রান্ত মাসে।

‘হাসিনা দিলরুবা’-র প্রচারে গিয়ে ছোটবেলার দুষ্টুমির কথা মনে পড়ে গিয়েছিল বিক্রান্ত মাসের। অনুষ্ঠানের সঞ্চালক প্রশ্ন রেখেছিলেন, কোনও দুষ্টুমি করতে গিয়ে বিক্রান্ত কখনও ধরা পড়েছিলেন কি না। তখনই একটি বিশেষ দিনের কথা মনে পড়ে যায় তাঁর।

তিনি জানান, জীবনের সব চেয়ে লজ্জাজনক ঘটনাটি তাঁর দিদার (মায়ের মা) বাড়িতে ঘটেছিল। কী এমন ঘটেছিল সেখানে?

অভিনেতা বলেন, “আমি আমার তুত ভাইবোনদের সঙ্গে বড়দের ছবি দেখছিলাম। তখনই মাসি ঘরে ঢুকে পড়েন। আমরা ভাবতে পারিনি রাত ৩টের সময় মাসি আমাদের ঘরে ঢুকে পড়বেন। এর পরে মাসির দিকে তাকাতেই লজ্জা লাগতো। খুব লজ্জার ঘটনা ছিল সেটা।”

Advertisement

বিক্রান্ত জানিয়েছেন, মাসি কখনও তাঁর মাকে এ বিষয়ে কিছু বলেননি। তাঁর কথায়, “আমার মাসি খুবই ভাল। তিনি কখনও আমার বা অন্য কাউকে এই নিয়ে কিছু বলেননি। মাসি বুঝেছিলেন, আমরা বড় হচ্ছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement