Viral video

কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মার্শাল আর্ট এক্সপার্ট বিদ্যুত্ জামাল

ভিডিয়োটির পোস্টে বিদ্যুত্ জামাল লিখেছেন, “এবার এটা করে দেখাও।” কারও নাম নেননি বা কাউকে ট্যাগ করেননি এই চ্যালেঞ্জে। পোস্টে তিনি জানিয়ে দেন এটি একটিভর্তি সিলিন্ডার। যদি সত্যিই এটি একটি ভর্তি সিলিন্ডার হয় তবে বিদ্যুত্ জামাল যে ভাবে এটি নিয়ে কসরত্ দেখিয়েছেন তা বড় চ্যালেঞ্জ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩০
Share:

বিদ্যুতের এলপিজি সিলিন্ডার চ্যালেঞ্জ। ছবি : ফেসবুক থেকে নেওয়া।

বিশ্বের সেরা মার্শাল আর্ট অভিনেতাদের মধ্যে অন্যতম তিনি। তিনি বলিউড অ্যাকশন হিরো বিদ্যুত্ জামালফেসবুকে যাঁর ফলোয়ারের সংখ্যা প্রায় ৫৬ লক্ষ। যে সংখ্যা আবার প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই বিদ্যুত্ জামাল এবার নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন।

Advertisement

বিদ্যুত্ তাঁর ফেসবুক পেজে বৃহস্পতিবার একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি এলপিজি সিলিন্ডার নিয়ে তিনি অবলীলায় তাঁকে শরীরের চারদিকে ঘুরিয়ে যাচ্ছেন। কখনও এক হাতে, কখনও দু’ হাতে, মাথার উপর থেকে নীচ পর্যন্ত, ডানদিক থেকে বাম দিক। এমনকি সিলিন্ডারটিকে দু’হাতে ধরে এক পায়ে ওঠ-বোসও করছেন বিদ্যুত্।

ভিডিয়োটির পোস্টে বিদ্যুত্ জামাল লিখেছেন, “এবার এটা করে দেখাও।” কারও নাম নেননি বা কাউকে ট্যাগ করেননি এই চ্যালেঞ্জে। পোস্টে তিনি জানিয়ে দেন এটি একটিভর্তি সিলিন্ডার। যদি সত্যিই এটি একটি ভর্তি সিলিন্ডার হয় তবে বিদ্যুত্ জামাল যে ভাবে এটি নিয়ে কসরত্ দেখিয়েছেন তা বড় চ্যালেঞ্জ।

Advertisement

আরও পড়ুন : মুঠোয় ধরা ডিম, ঘুসিতে ইট ভাঙলেও ভাঙছে না ডিম!

আরও পড়ুন : খেলা চলতে চলতেই স্টেডিয়ামের উপর থেকে ১৩ বছর কিশোরীর উপর পড়লেন যুবক!

চল্লিশ সেকেন্ডের ভিডিয়োটি পোস্ট হওয়ার পরই ভাইরাল হয়ে যায়। প্রথম ৪ ঘণ্টাতেই ভিডিয়োটি ২ লক্ষ ৮০ হাজার বার দেখা হয়েছে। লাইক পড়েছে ২৫ হাজার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন