Bollywood Scoop

‘বোনও হুমকি পেয়েছিল, মায়ের কাছে কান্নায় ভেঙে পড়েছিলাম’, সলমন ঠিক কী করেছিলেন বিবেকের সঙ্গে?

শুধু বিবেক একাই নন। তাঁর পরিবারও পেয়েছিলেন একাধিক হুমকি বার্তা। অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৪
Share:

বিবেক কি সলমনের জন্য অবসাদে ভুগেছিলেন? —ফাইল চিত্র।

সলমন খানের সঙ্গে বিবেক ওবেরয়ের বচসার কথা একটা সময়ে বলিউডের চর্চায় থাকত। সাংবাদিক বৈঠক ডেকে সলমনের নামে বেশ কিছু অভিযোগ করেছিলেন বিবেক। তার পরে ঠিক কী কী ঘটেছিল? সম্প্রতি সেই নিয়ে মুখ খুললেন অভিনেতা।

Advertisement

২০০৩ সালে সাংবাদিক সম্মেলনে বিবেক জানিয়েছিলেন, সলমন তাঁকে অনবরত হুমকি দিচ্ছেন। বলিউড সেই ঘটনায় চমকে গিয়েছিল। সেই সময়ে ঐশ্বর্যা রাইয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন বলেই সলমন নাকি তাঁকে হুমকি দিয়েছিলেন সলমন। ওই সাংবাদিক বৈঠকের পরে জীবন বদলে গিয়েছিল বিবেকের। হাতছাড়া হয়েছিল বহু কাজ। আজও কি সেই ঘটনা মনে পড়ে অভিনেতার? উত্তরে বিবেক জানান, এখন তিনি সেই অতীত হেসে উড়িয়ে দেন।

বিবেক বলেন, “এখন আর আমি এই বিষয়গুলো নিয়ে ভাবি না। আমার সঙ্গে কী ঘটেছিল, মনেও রাখিনি আর। কিন্তু একটা বিষয় ভুলতে পারা খুব কঠিন ছিল। পুরো ঘটনায় আমার বাবা-মায়ের উপর দিয়ে যা গিয়েছিল এবং ওঁদের প্রতিক্রিয়া যেমন ছিল, তা হেসে উড়িয়ে দিতে পারিনি। ওঁদের চোখের জল ভুলে যাওয়া সহজ ছিল না।”

Advertisement

শুধু বিবেক একাই নন। তাঁর পরিবারও পেয়েছিলেন একাধিক হুমকি বার্তা। বিবেক বলেছেন, “এমন একটা সময় এসেছিল, যখন সবাই আমাকে বয়কট করেছিল। আমার সঙ্গে কেউ কাজ করতে চাইত না। বহু ছবি থেকে আমাকে বাদ দেওয়া হয়েছিল। আমার বাবা-মা ও বোনকেও হুমকি দেওয়া হত।”

ব্যক্তিগত জীবনও বিধ্বস্ত হয়ে গিয়েছিল বিবেকের। অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন অভিনেতা। তিনি বলেছেন, “খুব ভেঙে পড়েছিলাম। আর পাঁচ জনের মতো আমিও মায়ের কাছে গিয়ে খুব কেঁদেছিলাম।”

বেশ কিছু দিন পরে অভিনয়ে ফিরেছিলেন অভিনেতা। খুব শীঘ্রই বিবেককে দেখা যাবে ‘মস্তি ৪’ ছবিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement