দীপিকার গানে নাচলেন মানুষী ছিল্লর, দেখুন ভাইরাল ভিডিও

এর মধ্যেই ইন্টারনেট জুড়ে মানুষীকে নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট চালাচালি শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি মানুষীকে নিয়ে শশী তারুরের মন্তব্য নিয়েও শোরগোল পড়ে গিয়েছিল ইন্টারনেটে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৭ ১৭:১২
Share:

‘মিস ওয়ার্ল্ড ২০১৭’-র মঞ্চে মানুষী ছিল্লর। ছবি: ইউটিউব ভিডিও থেকে নেওয়া।

মানুষী ছিল্লরের প্রশংসায় পঞ্চমুখ গোটা দেশ। আর হবে নাই বা কেন? ২০ বছরের এই সুন্দরী ১৭ বছরের খরা কাটিয়ে ‘মিস ওয়ার্ল্ড ২০১৭’-এর খেতাব জিতে নিয়েছেন।

Advertisement

এর মধ্যেই ইন্টারনেট জুড়ে মানুষীকে নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট চালাচালি শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি মানুষীকে নিয়ে শশী তারুরের মন্তব্য নিয়েও শোরগোল পড়ে গিয়েছিল ইন্টারনেটে। মানুষী ছিল্লরের নামের সঙ্গে ‘ছিল্লর’ শব্দকে মিলিয়ে তারুরের করা টুইটের নিন্দায় সরব হয়েছিলেন নেটিজেনরাও।

আরও পড়ুন: টলিউডে অর্পিতার কামব্যাক, সৌজন্যে ‘চিত্রকর’

Advertisement

এ বার ভাইরাল ‘মিস ওয়ার্ল্ড ২০১৭’-এর মঞ্চে বিশ্বসুন্দরীর নাচের ভিডিও। নাচের মাধ্যমে সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে প্রত্যেকটি দেশের প্রতিনিধি নিজেদের দেশের সংস্কৃতিকে তুলে ধরেন। মানুষীও ভারতীয় সংস্কৃতিকে গোটা বিশ্বের সামনে তুলে ধরতে বেছে নিয়েছিলেন দীপিকা পাড়ুকোনের একটি ডান্স নাম্বার। আর সেই ভিডিওটিই এই মুহূর্তে ইন্টারনেট কাঁপাচ্ছে। যেখানে দেখা যাচ্ছে ডাক্তারির ছাত্রী মানুষী সঞ্জয় লীলা ভংসালীর ‘রামলীলা’ ছবির ‘নাগাড়ে সঙ্গ ঢোল বাজে’ গানটিতে পা মেলাচ্ছেন। মাত্র তিন দিনে প্রায় ১৩ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন।

দেখুন সেই ভিডিও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement