ওয়েডিং ফোটোশুটে ডিম্পি-রোহিত

‘রাহুল দুলহানিয়া লে জায়েঙ্গে’-র সেট থেকে চার হাত এক হয়েছিল রাহুল মহাজন ও ডিম্পি গঙ্গোপাধ্যায়ের। কিন্তু বিবাহিত জীবন সুখের হয়নি। পাঁচ বছর সংসার করার পর অবশেষে গত বছর ডিভোর্স হয়ে যায় তাঁদের। ডিম্পি তারপর ফের খুঁজে পান মনের মানুষকে।

Advertisement
শেষ আপডেট: ০৮ মে ২০১৬ ১১:১৮
Share:

‘রাহুল দুলহানিয়া লে জায়েঙ্গে’-র সেট থেকে চার হাত এক হয়েছিল রাহুল মহাজন ও ডিম্পি গঙ্গোপাধ্যায়ের। কিন্তু বিবাহিত জীবন সুখের হয়নি। পাঁচ বছর সংসার করার পর অবশেষে গত বছর ডিভোর্স হয়ে যায় তাঁদের। ডিম্পি তারপর ফের খুঁজে পান মনের মানুষকে। দুবাইবাসী বাঙালী শিল্পপতি রোহিত রায়ের সঙ্গে গত নভেম্বরেই গাঁটছড়া বাঁধেন এই বাঙালী মডেল কন্যা। ইনস্টাগ্রামে শেয়ার করলেন জীবনের সেরা মুহূর্তের কিছু ছবি।

Advertisement

আরও পড়ুন, বরের সঙ্গে রাতের কলকাতা দেখতে বেরোলেন ডিম্পি?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement