Entertainment News

প্রাক্তন প্রেমিকের সঙ্গে উদ্দাম নাচ দীপিকার, দেখুন ভিডিয়ো

রণবীর কপূরের পরিবারের সঙ্গেও দীপিকার ব্যক্তিগত সম্পর্ক বেশ ভাল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ জুন ২০১৯ ১৩:১৫
Share:

দীপিকা পাড়ুকোন। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

শুধুমাত্র ভাল বন্ধুত্ব নয়। দীপিকা পাড়ুকোন এবং রণবীর কপূরের সম্পর্কটা ছিল বন্ধুত্বের থেকেও কিছুটা বেশি। তাঁরা যে এক সময় প্রেম করতেন, এ গুঞ্জন ইন্ডাস্ট্রিতে নতুন নয়। যে কোনও কারণেই হোক, সে সম্পর্ক পরিণতি পায়নি। রণবীর সিংহকে বিয়ে করেছেন দীপিকা। আর অন্যদিকে আলিয়া ভট্টের সঙ্গে রণবীর কপূরের সম্পর্কের জল্পনা রয়েছে ইন্ডাস্ট্রিতে। তবে দীপিকা-রণবীর এখনও বন্ধু। সম্প্রতি এই জুটির নাচ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

রণবীর-দীপিকার জনপ্রিয় ছবি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’। ২০১৩, ৩১মে মুক্তি পেয়েছিল অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ওই ছবি। তার ছ’বছর পূর্তিতে ‘বলম পিচকারি’ গানের সঙ্গে নেচেছেন এই দুই তারকা। চলতি বছরের মার্চে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের পরে এই ভিডিয়ো শুট করা হয়েছিল বলে খবর।

রণবীর কপূরের পরিবারের সঙ্গেও দীপিকার ব্যক্তিগত সম্পর্ক বেশ ভাল। দীর্ঘদিন ধরে আমেরিকায় ক্যানসারের চিকিত্সার জন্য রয়েছেন ঋষি কপূর। সেখানেও দেখা করতে গিয়েছিলেন দীপিকা। সে ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করেছিলেন নীতু কপূর। ফলে প্রেম না থাকলেও, বন্ধুত্ব বাঁচিয়ে রাখতে জানেন দীপিকা-রণবীর।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, সোশ্যাল মিডিয়ায় লুকিয়ে কাদের ওপর নজর রাখেন রণবীর?

@repost from @filmfare . Throwback to 64th Filmfare Awards when my marshmallow and Deepika had so much dancing on #balampichkari. 💖💖💖💖💖💖. Today is the best day for sharing this because today #yjhd completed 6 years 😇. And also Ranveer Singh's background voice cheering them and saying " Babyyyyy" is lit 🔥😂

A post shared by RKHOLIC - LOUD AND PROUD 🙏 (@ranbir_my_marshmallow) on

(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন