Entertainment News

ঋতাভরীর নতুন উড়ানে সঙ্গী ‘ওরে মন’

এ যেন এক নতুন উড়ান। অভিনয় তাঁর পেশা, নেশাও বটে। তার হাত ধরেই টলি পাড়ার পর এ বার বলি পাড়াতেও উঁকি দিলেন ঋতাভরী চক্রবর্তী। সৌজন্যে মিউজিক ভিডিও ‘ওরে মন’। গত মঙ্গলবার মুক্তি পেয়েছে ভিডিওটি। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অসংখ্য লাইক এবং কমেন্ট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৭ ১২:০৬
Share:

ভিডিওর একটি দৃশ্যে ঋতাভরী ও আয়ুষ্মান।

এ যেন এক নতুন উড়ান। অভিনয় তাঁর পেশা, নেশাও বটে। তার হাত ধরেই টলি পাড়ার পর এ বার বলি পাড়াতেও উঁকি দিলেন ঋতাভরী চক্রবর্তী। সৌজন্যে মিউজিক ভিডিও ‘ওরে মন’। গত মঙ্গলবার মুক্তি পেয়েছে ভিডিওটি। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অসংখ্য লাইক এবং কমেন্ট।

Advertisement

ভিডিওর গল্পে নিছকই যেন এক চায়ের আড্ডা। ভালবাসার মানুষটির সঙ্গে ‘কলকাতা ক্যাফে’ তৈরির স্বপ্ন নিয়ে ঘর ছাড়ে মেয়ে। বাবার আপত্তি সত্বেও মা পুঁজি হিসেবে হাতে তুলে দেন গয়না আর কিছু টাকা। স্বপ্ন সফল হয়। এরপর মধুরেন সমাপয়েত্। এক দিন সে ক্যাফেতে চা খেতে আসেন বাবা-মা। তার পর যুগের দাবি মেনেই অবধারিত সেলফি।

আরও পড়ুন, এখনই এনগেজমেন্ট নয়, বললেন বিরাট

Advertisement

গানটি লিখেছেন সানন্দ কিরকিরে এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়। উপল সেনগুপ্তর সুর। ফলাফল? ফের ‘চন্দ্রবিন্দু’র বলিউড যাত্রা। তবে সবচেয়ে বড় চমক বোধহয় ঋতাভরীর প্রেমিকের কাস্টিংয়ে। তিনি আয়ুষ্মান খুরানা। এই প্রথম জুটি বাঁধলেন তাঁরা। শ্লোক শর্মার পরিচালনায় এই ভিডিওতে দেখা যাবে কমলেশ্বর মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তীর অভিনয়ও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement