মুক্তি পেল ‘মাইকেল’-এর গান, দেখুন ভিডিও

সম্প্রতি সিটি সেন্টার ওয়ানের খোলা মঞ্চে মুক্তি পেল ‘মাইকেল’-এর গান। এই ছবির মিউজিকের দায়িত্ব সামলেছেন ইন্দ্রজিত্ দে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৭ ১৮:০৩
Share:

মিউজিক লঞ্চে সোমলতা, রূপঙ্কর এবং লগ্নজিতা।

আসছে ‘মাইকেল’। ক্যাপ্টেন সত্রাজিত সেন। মুখ্য ভূমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায়, মীর, স্বস্তিকা মুখোপাধ্যায়ের অভিনয় দেখার সুযোগ থাকবে। এ ছাড়াও তনুশ্রী চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সায়নী দত্ত, অরুণিমা ঘোষের অভিনয় সমৃদ্ধ করবে এই ছবিকে। তবে সত্রাজিতের ছবি মানেই গানের বিশেষ ভূমিকা থাকবে। অন্তত ‘মাইকেল’-এর মিউজিক লঞ্চ সে ইঙ্গিতই দিল।

Advertisement

আরও পড়ুন, সিভি’তে এত কম ছবি কেন? অফার পান না?

সম্প্রতি সিটি সেন্টার ওয়ানের খোলা মঞ্চে মুক্তি পেল ‘মাইকেল’-এর গান। এই ছবির মিউজিকের দায়িত্ব সামলেছেন ইন্দ্রজিত্ দে। মিউজিক লঞ্চে লাইভ পারফর্ম করেন মীর, রূপঙ্কর, তিমির বিশ্বাস, লগ্নজিতা চক্রবর্তী, সোমলতা আচার্য প্রমুখ। শফকত আমানত আলি এবং রেখা ভরদ্বাজেরও গানও রয়েছে ছবিতে। তবে, মিউজিক লঞ্চে তাঁরা উপস্থিত থাকতে পারেননি।

Advertisement

আরও পড়ুন, ‘ময়ূরাক্ষী’র বাঁকে সম্পর্কের গল্প...

ছবির গান ইতিমধ্যেই দর্শকরা পছন্দ করেছেন। আপাতত ছবিটি মুক্তি পাওয়ার অপেক্ষা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement