Box Office

অগ্রিম বুকিংয়ের লড়াইয়ে শামিল তিন বাংলা ছবি, কে এগিয়ে কে পিছিয়ে?

হিন্দির পাশাপাশি শুক্রবার তিনটি বাংলা ছবি মুক্তি পেল— ‘হত্যাপুরী’, ‘হামি ২’ এবং ‘প্রজাপতি’। টিকিট বিক্রির হাল কেমন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৮:০৮
Share:

শুক্রবার রাজ্যে মুক্তি পেল তিনটি বাংলা ছবি— ‘হামি ২’, ‘হত্যাপুরী’ এবং ‘প্রজাপতি’। ছবি: সংগৃহীত।

শুক্রবার শহরে মুক্তি পেল তিনটি বাংলা ছবি। ছুটির মরসুমে এক দিকে রয়েছে বাঙালির প্রিয় গোয়েন্দা ফেলুদার আকর্ষণ। সন্দীপ রায় নিয়ে এসেছেন ‘হত্যাপুরী’। অন্য দিকে, রয়েছে অভিজিৎ সেন পরিচালিত দেব-মিঠুন জুটির ছবি ‘প্রজাপতি’। আবার ছোট-বড় সকলের কথা মাথায় রেখেই শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় নিয়ে এসেছেন ‘হামি ২’। অগ্রিম বুকিংয়ে কে কাকে টেক্কা দিচ্ছে, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। আবার সমাজমাধ্যমে গুজবও চোখে পড়েছে। সত্যিটা কী? জানার চেষ্টা করল আনন্দবাজার অনলাইন।

Advertisement

‘হামি ২’ ছবির একটি দৃশ্যে শিশুশিল্পীদের সঙ্গে গার্গী রায়চৌধুরী এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

প্রিয়াতে তিনটি ছবিই প্রতি দিন একটি করে শো পেয়েছে। কর্ণধার অরিজিৎ দত্ত বললেন, ‘‘শুক্রবার তিনটে ছবিরই টিকিট প্রায় শেষের দিকে। শনি-রবি বার হাউসফুল হচ্ছেই। অনেক দিন পর একসঙ্গে একাধিক ছবির বিক্রি দেখে ভাল লাগছে।’’ খোঁজ নিয়ে জানা যাচ্ছে, রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘প্রজাপতি’। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ‘হামি ২’ এবং ‘হত্যাপুরী’। নাম প্রকাশে অনিচ্ছুক এক হল মালিকের কথায়, ‘‘কঠিন লড়াই। ‘প্রজাপতি’ ও ‘হামি’র হলসংখ্যা বেশি হতে পারে। কিন্তু ফেলুদার ক্ষেত্রে কম হল হাউসফুল হলে আখেরে লাভ কাদের, সেটা বুঝতে হবে।’’

‘হত্যাপুরী’ ছবির একটি দৃশ্যে অভিজিৎ গুহ, ইন্দ্রনীল সেনগুপ্ত, সুপ্রিয় দত্ত এবং আয়ুষ দাস। ছবি: সংগৃহীত।

‘বিজলি’ ও ‘ছবিঘর’-এ দিনে একটি করে শো পেয়েছে ‘প্রজাপতি’ ও ‘হামি’। ‘হত্যাপুরী’ কেন নেই? কর্ণধার সুরঞ্জন পাল বললেন, ‘‘খুবই ইচ্ছে ছিল। কিন্তু শেষে আর সময় ছিল না। কারণ ‘অবতার টু’ এবং ‘সার্কাস’ও রয়েছে।’’ তা হলে ‘প্রজাপতি’ ও ‘হামি’র মধ্যে কার বিক্রি ভাল? সুরঞ্জনের কথায়, ‘‘দুটো আলাদা ঘরানার ছবি। সপ্তাহান্তে আরও ভাল হবে। একদম উনিশ-বিশ চলছে। দু-এক দিনের মধ্যেই পরিস্থিতি বোঝা যাবে।’’ আইনক্সের মতো মাল্টিপ্লেক্সে তিনটি ছবিই জায়গা করে নিয়েছে। সংস্থার রিজিওনাল ডিরেক্টর (ইস্ট) অমিতাভ গুহঠাকুরতা বললেন, ‘‘কে এগিয়ে, কে পিছিয়ে বলা খুব কঠিন। প্রথম দিন বলে এখনও মাঝারি টিকিট বিক্রি হচ্ছে। শনি-রবি বিক্রি আরও বাড়বে।’’

Advertisement

উত্তর কলকাতার স্টার থিয়েটারে তিনটি ছবিই শো পেয়েছে। স্টার-এর তরফে জয়দীপ মুখোপাধ্যায় বললেন, ‘‘আমার মতে, ‘হামি’ এবং ‘প্রজাপতি’ দারুণ লড়াই করছে। ‘হত্যাপুরী’ একটু পিছিয়ে। কিন্তু পরিস্থিতি বদলাবে। কারণ, শনি-রবি তিনটে ছবিই হাউসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে।’’ ‘হামি ২’ এবং ‘হত্যাপুরী’ ছবি দুটির পরিবেশনার সঙ্গে জড়িয়ে রয়েছেন বাবলু দামানি। বললেন, ‘‘বিক্রির নিরিখে এখনও পর্যন্ত ‘হামি ২’ প্রথমে রয়েছে। বাকি দুটো ছবির মধ্যেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আসলে বলা খুবই মুশকিল। কারণ কাল থেকে স্কুলগুলোতে ছুটি শুরু হলে পরিস্থিতি আবার বদলে যেতে পারে।’’

‘প্রজাপতি’ ছবির একটি দৃশ্যে মিঠুন চক্রবর্তী এবং মমতা শঙ্কর। ছবি: সংগৃহীত।

এর মধ্যে, শুক্রবার সকালে ফেসবুকে একটি পোস্ট করেন প্রযোজক রানা সরকার। তাঁর দাবি, অগ্রিম বুকিংয়ের নিরিখে তিনটি ছবির মধ্যে প্রথম স্থানে রয়েছে ‘হত্যাপুরী’। দ্বিতীয় স্থানে ‘হামি ২’। তৃতীয় স্থানে ‘প্রজাপতি’ নিয়ে রানার মত, ‘‘তেমন সাড়া ফেলেনি। আগামী দু’-তিন দিনে বোঝা যাবে।’’ এতেই বেজায় চটেছেন ‘প্রজাপতি’র পরিবেশক শতদীপ সাহা। আনন্দবাজার অনলাইনকে তাঁর উত্তর, ‘‘দেবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভাল নেই বলেই উনি এটা করেছেন! না জেনে, আগেভাগে সমাজমাধ্যমে এ রকম অযৌক্তিক দাবি জানানো উচিত নয়।’’ এই প্রসঙ্গে রানার পাল্টা দাবি, ‘‘খবরের একাধিক সূত্র থাকে। হল থেকেও খবর আসে। দেবের সঙ্গে তো কোনও সমস্যা নেই। আমি তো বলেছি দু-এক দিনের মধ্যে ‘প্রজাপতি’র পরিস্থতি জানা যাবে। ফার্স্ট ডে ফার্স্ট শো-এর উপরে ভিত্তি করেই আমি আমার বক্তব্য জানিয়েছিলাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন