Entertainment News

হাতে মদের গ্লাস নিয়ে এ কী করলেন দীপিকা!

দীপিকার ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে রণবীর লিখেছেন, ‘আমার চিয়ারলিডার’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৯ ১৩:১৩
Share:

দীপিকা পাড়ুকোন। ছবি: টুইটার থেকে গৃহীত।

সদ্য হনিমুন সেরে মুম্বইয়ে ফিরেছেন রণবীর সিংহ, দীপিকা পাড়ুকোন। অন্যদিকে রণবীরের ‘সিম্বা’ বক্স অফিসে ঝড় তুলেছে। সব মিলিয়ে দারুণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন দম্পতি। এর মধ্যে হঠাত্ই হাতে মদের গ্লাস নিয়ে প্রকাশ্যেই এক অদ্ভুত কাণ্ড করলেন দীপিকা। রণবীর টুইটারে তা শেয়ার করার পর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

দীপিকার ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে রণবীর লিখেছেন, ‘আমার চিয়ারলিডার’। দেখা যাচ্ছে, হাতে মদের গ্লাস নিয়ে অদ্ভুত মুখভঙ্গি করছেন দীপিকা। আসলে ‘সিম্বা’ ছবির হিট ডায়লগ ‘আয়া পুলিশ’-এ রণবীরকেই নকল করছিলেন দীপিকা!

‘সিম্বা’তে রণবীরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সারা আলি খান। ২০১৮-র ডিসেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পাওয়া ছবিটি ইতিমধ্যেই প্রায় ২১৫ কোটি টাকার ব্যবসা করেছে। রিলিজের আগেই দীপিকা ছবির কিছু অংশ দেখে রণবীরকে বলেছিলেন, ‘হট লাগছে’। একই ভাবে রণবীরকে নকল করতে গিয়ে দীপিকাকেও ‘হট’ লাগছে বলেই মন্তব্য করেছেন সোশ্যাল অডিয়েন্সের একটা বড় অংশ।

Advertisement

আরও পড়ুন, অনুরাগকে স্বামী হিসেবে পেলেন ঋতাভরী, সৌজন্যে ‘ফুল ফর লভ’

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement