সঞ্জয় দত্ত। ছবি: সংগৃহীত।
একাধিক বিতর্কে জড়িয়েছেন সঞ্জয় দত্ত। তবু তাঁকে নিয়ে তাঁর অনুরাগীদের উন্মাদনার শেষ নেই। পর্দার খলনায়ককে নিজেদের জীবনে নায়ক হিসেবে বেছে নিয়েছেন অনেকেই। এক অনুরাগী মৃত্যুর আগে তাঁর সম্পত্তি লিখে দিয়ে গিয়েছিলেন অভিনেতার নামে! নিশা পাটিল নামে ওই মহিলা ছিলেন সঞ্জয় দত্তের অন্ধ ভক্ত। তাই নিজের ৭২ কোটি টাকার সম্পত্তি লিখে দিয়ে গিয়েছিলেন অভিনেতার নামে। অথচ জীবদ্দশায় নিশা নাকি কখনও সঞ্জয়ের সঙ্গে দেখাও করেননি। বরাবরই পর্দায় দেখে এসেছেন অভিনেতাকে। কিন্তু তাতেই একাত্ম বোধ করেন সঞ্জয়ের সঙ্গে। এমনিতেই আজকাল দুবাইয়ে বেশির ভাগ সময়টা কাটান অভিনেতা। তবু মাঝে মধ্যে দেশে আসেন। এ বার জন্মদিনের দেশে ফিরে অনুরাগীর দেওয়া অর্থ নিয়ে কী বললেন?
২০১৮ সালে ঘটনা। নিশা নামের সেই অনুরাগী ৭২ কোটি টাকার সম্পত্তি তাঁর নামে লিখে দিয়ে গিয়েছেন জেনে অবাক হয়ে গিয়েছিলেন সঞ্জয়। মুম্বইয়ের বাসিন্দা ৬২ বছরের নিশা পাটিল জটিল অসুখে ভুগছিলেন। মৃত্যুর আগেই তাই নিজের সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিলেন সঞ্জয় দত্তের নামে। অভিনেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত টাকা পাঠিয়ে দেওয়ার আর্জি জানাতে একাধিক বার ব্যাঙ্কে চিঠি লিখে পাঠিয়েছিলেন নিশা। পুরো বিষয়টি পরে জানতে পেরে স্তম্ভিত হয়ে যান সঞ্জয়। সম্প্রতি সঞ্জয় বলেন, ‘‘আমি এই পুরো টাকাটা তাঁর পরিবারকে ফিরিয়ে দিই। আমি তো নিশা পাটিলকে চিনতামই না। তবে পুরো ঘটনায় আমি খুবই অভিভূত হয়েছি।”