dev

Dev-Rukmini: বিয়ে কবে? দুই সুর দেব-রুক্মিনীর! দুই তারকা বলেই দিলেন আনন্দবাজার অনলাইনে

২৯ এপ্রিল কী হবে? দরাজ গলায় আশ্বাস সাংসদ-তারকার, ‘‘বিয়ে হবে তো! টিনটিন আর রোহিণীর। রাহুল মুখোপাধ্যায়ের প্রথম ছবি ‘কিশমিশ’-এ।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২২ ০৯:০২
Share:

২৯ এপ্রিল নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দেব অধিকারী। ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন প্রথম জানিয়েছিল, ভক্তদের অনুরোধে অতিষ্ট হয়ে ২৯ এপ্রিল নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দেব অধিকারী। পাত্রী? তাঁর ছ’টি ছবির নায়িকা রুক্মিণী মৈত্র। খবর পড়ে সাংসদ-তারকার অনুরাগীরা একই সঙ্গে উল্লসিত আবার দ্বিধান্বিতও। সত্যিই ওই দিন চার হাত এক হবে দেব-দেবীর? বিষয়টি নিয়ে আবার আনন্দবাজার অনলাইনেই অকপট দেব।

Advertisement

শনিবারের ‘অ-জানাকথা’য় আরও একবার দেব। সঙ্গী রুক্মিণী। তাঁদের আগামী ছবি ‘কিশমিশ’-এর প্রচারে। ঘণ্টাখানেকের আড্ডার একেবারে শেষে অবধারিত প্রশ্ন, যুগলে বিয়ে করছেন কবে? সোজাসাপ্টা প্রশ্নের ততধিক সাদামাঠা জবাব প্রথমে দেবের ঠোঁটে, ‘‘আর বড়জোর এক বছর। এই প্রশ্ন বদলে যাবে। সবাই জানতে চাইবেন, দেব তুমি এখনও বিবাহিত?’’ নিজের রসিকতায় নিজেই হাসিতে ফেটে পড়েছেন পর্দার ‘টিনটিন’। তার পরেই অত্যন্ত সচেতন জবাব, এর আগেও তিনি ‘অ-জানা কথা’য় জানিয়েছিলেন, যে হারে বিয়ে ভাঙছে তাতে পারস্পরিক সম্মান, বন্ধুত্ব বজায় রেখে সুস্থ সম্পর্ক বাঁচিয়ে নিয়ে যাওয়াই বড় কথা। সেটা তাঁর আর রুক্মিণীর মধ্যে এখনও আছে। এই ধারা ধরে রাখতে চান তিনি।

দেব থামতেই অনর্গল তাঁর দেবী! রুক্মিণীর কথায়, ‘‘আমি কিন্তু বিয়েতে বিশ্বাসী। এই প্রতিষ্ঠানকে ভীষণ শ্রদ্ধা এবং সম্মান করি। আমার পরিবারে প্রচুর সদস্য ভালবেসে বিয়ে করেছেন। তাঁরা সুখে-শান্তিতেই দিন কাটাচ্ছেন।’’ পরক্ষণেই যুক্তি তাঁর, তার মানে এও নয়, জোর করে ঘাড়ে বিয়ের দায়িত্ব চাপিয়ে দিতে হবে। রসিকতায় দেবের থেকে কোনও অংশেই কমতি নন রুক্মিণীও। হাসতে হাসতে তাঁর জবাব, যে বছর কেউ প্রশ্ন করবেন না বিয়ে নিয়ে সে বছর তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন।

Advertisement

তা হলে ২৯ এপ্রিল কী হবে? দরাজ গলায় আশ্বাস বাণী সাংসদ-তারকার, ‘‘বিয়ে হবে তো! টিনটিন আর রোহিণীর। রাহুল মুখোপাধ্যায়ের প্রথম ছবি ‘কিশমিশ’-এ।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement