Madhuri Dixit

নাক-চোখের গড়ন নিয়ে কটু মন্তব্য শুনতে হয়েছিল মাধুরীকে! কী পরামর্শ দিয়েছিলেন নায়িকার মা?

‘তেজ়াব’ ছবিটি মুক্তির আগে খুবই নিরাশ হয়ে পড়েছিলেন মাধুরী দীক্ষিত। সে সময় তাঁর রূপ, ঠোঁট-নাকের গড়ন নিয়ে অনেক কথা শুনতে হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১১:০৬
Share:

গড়ন নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় মাধুরীকে? ছবি: সংগৃহীত।

বলিউড থেকে বাংলা চলচ্চিত্রজগৎ—সর্বত্র নায়িকাদের ‘ফিলার্স’, ‘নোজ় জব’, ‘লিপ জব’ নিয়ে আলোচনা। ইদানীং অভিনেত্রীরা প্রকাশ্যেই এই নিয়ে কথা বলেন। ঠোঁট-নাক কিংবা চিবুকের গঠন ‘ঠিক’ করতে আগ্রহী অনেকেই। তবে অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মতে, যে যেমন তাঁর নিজেকে সে ভাবেই গ্রহণ করা উচিত। ভাগ করে নিলেন তাঁর সঙ্গে ঘটে যাওয়া এক ঘটনা।

Advertisement

‘তেজ়াব’ ছবিটি মুক্তির আগে খুবই নিরাশ হয়ে পড়েছিলেন মাধুরী। সে সময় রূপ, ঠোঁট-নাকের গড়ন নিয়ে অনেক কথা শুনতে হয়েছিল তাঁকে। মাধুরী বলেন, “তখন সদ্য অভিনয়জীবনে পা রেখেছি। অনেকেই আমাকে বলেছিলেন, ‘নাকটা ঠিক করো। ঠোঁটটা ঠিক নয় তোমার’। সকলের কথা শুনে আমার খুব মনখারাপ হয়ে যেত। তখন আমার মা একটা পরামর্শ দিয়েছিলেন। সে কথাই এখনও মনে রেখেছি।”

কী পরামর্শ দিয়েছিলেন মাধুরীর মা? নায়িকা যোগ করেন, “মা বলেছিলেন, একটা ছবি হিট হয়ে গেলে আর কেউ আমার গড়ন নিয়ে প্রশ্ন তুলবে না। কথা বলবে না। তেমনই হয়েছিল। ‘তেজ়াব’ ছবিটি মুক্তি পাওয়ার পরে খুব সফল হয়েছিল। তার পরে আমাকে সত্যিই আর কোনও কথা শুনতে হয়নি।” মাধুরী জানিয়েছেন, নতুন প্রজন্মের অভিনেত্রীদেরও এই পরামর্শই দিতে চান তিনি। ভাল কাজ করলে সব চাপা পড়ে যায়। আর যদি দেখতে অন্যরকম হয় তা হল নায়িকার উপদেশ, সেটাই তো নতুনত্ব। নিজের নতুনত্ব কখনও নষ্ট করা উচিত নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement