বিরাট-অনুষ্কার সম্পর্কে দূরত্ব! ছবি: সংগৃহীত।
প্রায় সাত বছরের বিবাহিত জীবন অভিনেত্রী অনুষ্কা শর্মা ও ক্রিকেট তারকা বিরাট কোহলির। এখন তাঁরা ভামিকা ও অকায়ের বাবা-মা। সম্প্রতি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট। অনুষ্কাকেও অনেক দিন দেখা যায় না রুপোলি দুনিয়ায়। ভারত থেকে দূরে লন্ডনে আপাতত সংসার নিয়ে ব্যস্ত দু’জনেই।
বিরাটকে বিয়ে করার পরই অনুষ্কা অভিনয় থেকে খানিক সরিয়ে নিয়েছেন নিজেকে। অনেকেই অপেক্ষায় ছিলেন ‘চাকদহ একপ্রেস’ ছবিতে দেখা যাবে অনুষ্কাকে। কিন্তু সেই ছবির ভবিষ্যৎ এখনও অন্ধকার। অনেকের কাছে অনুষ্কা-বিরাটের দাম্পত্য অনুপ্রেরণা। কিন্তু তাঁদের সম্পর্কও গিয়েছে কঠিন সময়ের মধ্যে দিয়ে।
আর পাঁচ জন স্বামী-স্ত্রীর মতো তাঁদের দাম্পত্যেও ওঠা-পড়া রয়েছে। সে কথাই ফাঁস করে দিলেন ক্রিকেট তারকা হরভজন সিংহ। বুঝিয়ে দিলেন, ‘কঠিন সময়ে একে অপরের পাশে থাকতে হবে’। বিরাট-অনুষ্কার উদ্দেশে হরভজন বলেন, “সম্পর্কে কঠিন সময়ে এলে তা সহ্য করে নিতে হবে। একে অপরের পাশে দাঁড়াতে হবে। যত একে অপরকে ভাল করে বুঝতে পারবে তত ভাল তোমাদের জন্য।’’
ঘটনা হল, ডিসেম্বর ২০১৭-এ বিবাহবন্ধনে আবদ্ধ হন বিরাট-অনুষ্কা। পরের বছর নেহা ধুপিয়ার এক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে এসে দম্পতির উদ্দেশে এই বার্তা রেখেছিলেন স্পিনার হরভজন সিংহ। ২০১৫ সালে গীতা বসরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হরভজন।