Chirodini Tumi Je Amar Controversy

হয়ে গেল ‘লুকসেট’! সৃজা বা প্রত্যুষা নয়, ধারাবাহিকে ‘অপর্ণা’র চরিত্রে দেখা যাবে কোন অভিনেত্রীকে?

খোঁজ চলছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের নায়িকার। জীতু কমল, দিতিপ্রিয়া রায়ের বিতর্কের পর আপাতত নায়িকাকে ছাড়াই চলছে ধারাবাহিকের শুটিং।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১৮:৪৯
Share:

সৃজা দত্ত বা প্রত্যুষা পাল নয়! শোনা যাচ্ছে, ‘অপর্ণা’ চরিত্রে দেখা যাবে নতুন মুখ? ছবি: সংগৃহীত।

কেউ বলছেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে দেখা যেতে পারে প্রত্যুষা পালকে। আবার সেই সঙ্গে উঠে এসেছে আরও কয়েক জন অভিনেত্রীর নাম। তালিকায় শোনা গিয়েছিল সৃজা দত্ত, হিয়া দে-এর নাম। এত আলোচনার মাঝে কিছুই বুঝে উঠতে পারছেন না কেউ। তা হলে কে হবেন নতুন ‘অপর্ণা’?

Advertisement

সূত্র বলছে, বুধবার প্রযোজনার সংস্থার অফিসে হয়েছে লুকসেট। তবে শোনা যাচ্ছে, এ বার এই চরিত্রে দেখা যাবে না কোনও পুরনো মুখ। নতুন মুখের খোঁজ করছে প্রযোজনা সংস্থা। ইতিমধ্যে নাকি নতুন চারজনের লুকসেট হয়েছে। তবে এখনও পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি বলে খবর। আপাতত নায়িকাকে ছাড়াই চলছে ধারাবাহিকের শুটিং।

নায়িকাকে ছাড়া কী ভাবে হবে শুটিং? এই প্রশ্ন উঠতে অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী জানিয়েছিলেন, কোনও ভাবেই এই ধারাবাহিক বন্ধ হবে না। এমনকি, এর আগে আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয়েছিল সৃজা দত্তের সঙ্গে। অভিনেত্রী বলেছিলেন, “অনেক সময় কাজ নিয়ে নানা ধরনের আলোচনা হতে থাকে। তবে এই মুহূর্তে কোনও ধারাবাহিকে আমি সই করিনি। সামনে পরীক্ষা। ফলে পড়াশোনা করছি মন দিয়ে।” নতুন মুখ হিসাবে দেখা যাবে কাকে? তা অবশ্য ক্রমশ প্রকাশ্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement