টিআরপি তালিকায় প্রথম পাঁচে কোন কোন ধারাবাহিক? ছবি: সংগৃহীত।
টিআরপি নম্বর নিয়ে দর্শক মনে সে ভাবে কৌতূহল না থাকলেও এই নম্বর নিয়ে খুবই গুরুত্বপূর্ণ অভিনেতা, অভিনেত্রীদের কেরিয়ারে। কারণ, এই নম্বরের ওঠা-পড়ার উপরেই নির্ভর করে কার ধারাবাহিক কোন স্লট পাবে। কিংবা আদৌ সেই ধারাবাহিক সম্প্রচারিত হবে কি হবে না! তাই বৃহস্পতিবার এই চার্টের দিকে তাকিয়ে থাকেন সবাই।
চলতি সপ্তাহেও প্রথম স্থানে ‘পরশুরাম আজকের নায়ক’। তবে এই সপ্তাহে তৃণা-ইন্দ্রজিতের জুড়িদার হল ‘রাঙামতী তিরন্দাজ’ ধারাবাহিকও। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৫। এই সপ্তাহে মাত্র কয়েকটি নম্বরের জন্য পিছিয়ে পড়েছে ‘জগদ্ধাত্রী’। প্রায় তিন বছর ধরে টিআরপি তালিকায় নিজেদের জায়গা ধরে রেখেছে জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভূ। তাদের সমীকরণ দর্শক মনে অনেকটাই জায়গা করে নিয়েছে। এই সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। এই মুহূর্তে জগদ্ধাত্রী এবং তার মেয়ে দুর্গার কাহিনি দেখছেন দর্শক। চলতি সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৬.৯।
শুরুর দিন থেকে ‘পরিণীতা’ ধারাবাহিক বেশ ভাল ফলই করছিল। কিন্তু গত এক মাসে নম্বর অনেকটা কমেছে। আগের সপ্তাহে প্রথম পাঁচ থেকে ছিটকে গেলেও এই সপ্তাহে নম্বর অনেকটা বেড়েছে। তৃতীয় স্থানে উঠে এসেছে উদয়প্রতাপ সিংয়ের এই ধারাবাহিক। তারা পেয়েছে ৬.৮। এই সপ্তাহে চতুর্থ এবং পঞ্চম স্থানে থাকা দুই ধারাবাহিকের মধ্যে রয়েছে অনেকটা ফারাক। চতুর্থ স্থানে নিজেদের জায়গা করে নিয়েছে ‘ফুলকি’। তারা পেয়েছে ৬.৫। আর ৬.৪ পেয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘চিরসখা’ধারাবাহিকটি।