Trp Rating Chart

হাড্ডাহাড্ডি লড়াই! একটানা চলছে পরশুরামের জাদু, কত নম্বরে রইল জগদ্ধাত্রী?

টিআরপি নিয়ে দর্শকের মনে যত না কৌতূহল দেখা যায়, তার চেয়েও বেশি আগ্রহ থাকে টেলিপাড়ার অন্দরে। চলতি সপ্তাহে এগিয়ে রইল কারা?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১৪:১৩
Share:

টিআরপি তালিকায় প্রথম পাঁচে রইল কারা? ছবি: সংগৃহীত।

মাঝে কয়েক সপ্তাহ প্রায় প্রতিটি ধারাবাহিকেরই গড় নম্বর কম এসেছিল। কিন্তু ধীরে ধীরে টিআরপির ধারায়ও আসছে পরিবর্তন। চলতি সপ্তাহের তালিকায় তা খানিকটা লক্ষ করা যায়। নম্বর যতই ওঠা-নামা করুক না কেন, এ সপ্তাহেও প্রথম স্থানে নিজেদের জায়গা ধরে রেখেছে ‘পরশুরাম আজকের নায়ক’। তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসু অভিনীত কাহিনি দর্শকের যে ভাল লেগেছে এই নম্বর তারই প্রমাণ। এই সপ্তাহে ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৪। জগদ্ধাত্রীর জায়গা কি তবে ফসকে গেল? প্রায় আড়াই বছর ধরে সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক। জগদ্ধাত্রী, স্বয়ম্ভু এবং দুর্গার জীবনের নিত্যনতুন মোড় নজর কেড়েছে দর্শকের। গল্প ঘুরেছে অন্য দিকে। কিন্তু নতুন মোড়ও টেনে রাখতে পারল না দর্শককে। তাই তো জগদ্ধাত্রীকে টেক্কা দিয়ে এগিয়ে গেল ‘ফুলকি’।

Advertisement

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এত দিন টানা তৃতীয় বা চতুর্থ স্থানে দেখা গিয়েছিল এই ধারাবাহিককে। কিন্তু চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। তাদের প্রাপ্ত নম্বর ৭.৩। আর তৃতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। এখনও অবশ্য মা, মেয়ের চমক দেখার অপেক্ষায় সবাই। এই সপ্তাহে এই কাহিনি পেয়েছে ৭.০। অনেক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় নিজেদের জায়গা ধরে রাখতে সক্ষম ‘রাঙামতী তিরন্দাজ’ ধারাবাহিক। এ সপ্তাহেও চতুর্থ স্থানে রয়েছে তারা। তাদের প্রাপ্ত নম্বর ৬.৬। টিআরপি তালিকায় একটা সময় প্রায় টানা প্রথম স্থানে দেখা যেত ‘পরিণীতা’ ধারাবাহিকের নাম। কিন্তু পরশুরামের কাছে পরাস্ত পরিণীতা। এক ধাক্কায় পাঁচে নেমে এসেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement