প্রথম স্থান হারাল দিতিপ্রিয়া রায় অভিনীত ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। ছবি: সংগৃহীত।
কালীপুজো, ভাইফোঁটা পর্যন্ত পুজোর আমেজ রয়েই যায়। সেই আমেজের প্রভাব দেখা যাচ্ছে টিআরপি তালিকায়ও। অনেকে ঘুরতে গিয়েছে বাইরে। ফলে টেলিভিশনের সামনে বসে ধারাবাহিক কমই দেখছে দর্শক। বরং নিজের সময় মতো মুঠোফোনে দেখে নিচ্ছে অনেকে। চলতি সপ্তাহেও একই ধারা। প্রায় সব ধারাবাহিকের নম্বরই কম।
নিজেদের হারানো স্থান ফিরে না পেলেও প্রথম পাঁচে আবার জায়গা করে নিয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। তবে প্রথম স্থানে রয়েছে রায়ান এবং পারুলের কাহিনি। ‘পরিণীতা’ ধারাবাহিক শুরু হওয়ার কয়েক সপ্তাহ পরেই টিআরপি তালিকায় ভাল ফল করেছিল। কিন্তু মাঝে অনেকটাই পিছিয়ে পড়েছিল। ধীরে ধীরে পুরনো স্থানে ফিরছে তারা। ৬.৯ পেয়ে এই সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ‘পরিণীতা’।
আগের সপ্তাহে স্টুডিয়োপাড়ায় রীতিমতো হইহই পড়ে গিয়েছিল। সবচেয়ে বেশি নম্বর পেয়ে প্রথম হয়েছিল জীতু কমল এবং দিতিপ্রিয়ার কাহিনি। এই সপ্তাহে যদিও কমেছে তাদের নম্বর। দ্বিতীয় স্থানে নেমে এসেছে তারা। ‘চিরদিনই তুমি যে আমার’ পেয়েছে ৬.৬। অস্ত্রোপচারের জন্য কিছু দিন বিশ্রাম নেওয়ার কথা জানিয়েছিলেন ধারাবাহিকের নায়িকা। সেই জন্যই কি এই সপ্তাহে দ্বিতীয় স্থানে নেমে এল টিআরপি? বরং একটানা নিজেদের জায়গা বজায় রেখেছে ‘ফুলকি’।
সম্প্রতি, শোনা গিয়েছিল শীঘ্রই শেষ হতে চলেছে ‘ফুলকি’। যদিও চ্যানেল কর্তৃপক্ষ বা ধারাবাহিকের প্রোডাকশনের তরফে এখনও কিছু জানানো হয়নি। শেষের দিকে এসেও এই ধারাবাহিকে নম্বরে কোনও পরিবর্তন হয়নি। এই সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৬.৫।
এই মুহূর্তে দুর্গার বিয়ে নিয়ে ব্যস্ত জগদ্ধাত্রী। এই দৃশ্যই দেখানো হচ্ছে ‘জগদ্ধাত্রী’র গল্পে। আগের সপ্তাহের চেয়ে নম্বর বেড়েওছে। এই সপ্তাহে তারা পেয়েছে ৬.৩। একই নম্বর পেয়ে চতুর্থ স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। আর পঞ্চমে রয়েছে ‘রাঙামতী তিরন্দাজ’। তাদের প্রাপ্ত নম্বর ৬.১।