TRP Rating

চলতি ডামাডোলেও টিআরপি তালিকায় উপরের দিকে ‘চিরদিনই তুমি যে আমার’, শীর্ষে কোন ধারাবাহিক?

টিআরপি তালিকায় হাড্ডাহাড্ডি লড়াই। গত কয়েক দিন ধরে টেলিপাড়ায় নানা ধরনের ঘটনা ঘটেছে। প্রথম পাঁচে রইল কোন কোন ধারাবাহিক?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ১৪:৩৯
Share:

টিআরপি তালিকায় কত নম্বরে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক? ছবি: সংগৃহীত।

প্রতিনিয়ত গল্প বদলাচ্ছে। টিআরপির নিরিখে অনেক সময়ে বদলে যাচ্ছে ধারাবাহিক সম্প্রচারের সময়। আবার কোনও ধারাবাহিকে নায়ক-নায়িকার মধ্যে বিবাদ। এত কিছুর পরে কি চলতি সপ্তাহে টিআরপি তালিকায় কোনও পরিবর্তন হল? নায়িকা ছাড়াই প্রথম পাঁচে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। তেমনই নতুন হিসাবে ‘বিদ্যা ব্যানার্জি’ কেমন ফল করল প্রথম সপ্তাহে?

Advertisement

অনেক দিন পরে ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। ধারাবাহিকের নাম ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। প্রথম সপ্তাহেই ছক্কা নায়িকার। যদিও প্রথমে নিজেদের জায়গা ধরে রাখতে সক্ষম তটিনী আর পরশুরাম। এই সপ্তাহেও প্রথম স্থানে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিক। তারা পেয়েছে ৬.৮। দ্বিতীয় স্থানে দু’টি ধারাবাহিক— ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ এবং ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’।

শোনা যায়, স্বস্তিকা অভিনীত এই ধারাবাহিকের জন্যই সম্প্রচারের সময় বদলায় ভবানীর। যদিও তা যে খুব একটা প্রভাব ফেলেছে তা নয়। কারণ, সময় পরিবর্তন হলেও দর্শকের ভালবাসায় ভাটা পড়েনি। তেমনই নতুন হিসাবে দর্শকের নজর কেড়েছে প্রফেসর বিদ্যার নতুন কাহিনি। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৬।

Advertisement

তবে আগের চেয়ে অনেকটা নম্বর কমেছে ‘পরিণীতা’র। এ সপ্তাহে তারা পেয়েছে ৬.৩। আগের সপ্তাহেও এই একই নম্বর পেয়েছিল তারা। চতুর্থ স্থানে রয়েছে ‘রাঙামতী তিরন্দাজ’ এবং ‘জগদ্ধাত্রী’। এক দিকে বৃন্দার দুষ্টুমি অন্য দিকে জগদ্ধাত্রীতে টানটান উত্তেজনা। দু’টি ধারাবাহিকই পেয়েছে ৬.১। জীতু কমল এবং দিতিপ্রিয়া রায়কে নিয়ে নানা টানাপড়েনের পরেও এই সপ্তাহে পঞ্চমে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। তারা পেয়েছে ৬.০।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement