নির্বাক ছবির সবাক যাত্রা

ধর্ষণের উপরে তৈরি হওয়া এই নির্বাক ছবিটি ইতিমধ্যেই দেখানো হয়েছে কান চলচ্চিত্র উৎসবে। এ বার ছবিটি দেখানো হবে অস্ট্রিয়ার ভিয়েনায় রিয়্যাক্টর ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে।

Advertisement
শেষ আপডেট: ২৪ মে ২০১৮ ০০:০১
Share:

ছবির দৃশ্য

ধর্ষণ মানুষকে শারীরিক ভাবে ভেঙে দিলেও, সেই মানুষটির ভিতরের শক্তিকে কখনও নষ্ট করে দিতে পারে না। এ রকমই তিন নারীর লড়াইয়ের কথা দর্শকের কাছে পৌঁছে দিতেই অনীক চৌধুরী বানিয়েছেন ‘হোয়াইট’।

Advertisement

ধর্ষণের উপরে তৈরি হওয়া এই নির্বাক ছবিটি ইতিমধ্যেই দেখানো হয়েছে কান চলচ্চিত্র উৎসবে। এ বার ছবিটি দেখানো হবে অস্ট্রিয়ার ভিয়েনায় রিয়্যাক্টর ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে।

পরিচালক অনীকের ‘স্ত্রীর পত্র’ও এর আগে দেখানো হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে। তবে কান-এর পর ভিয়েনায় ‘হোয়াইট’-এর নির্বাচনের বিষয়ে যারপরনাই খুশি অনীক। বললেন, ‘‘ধর্ষণের মতো বিষয়কে কোনও ভাষার বেড়াজালে আটকে রাখতে চাইনি বলেই ছবিটা নির্বাক বানিয়েছি।’’ ছবিতে অভিনয় করছেন কৌশিক রায়, আর্যা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ছবির বিষয় ডার্ক বলেই, নামকরণ করা হয়েছে ‘হোয়াইট’। এটি আসলে সেই সব হারতে না চাওয়া মানুষের গল্প। তাঁদের অফুরান প্রাণশক্তিরই রূপক হল ‘হোয়াইট’। আগামী মাসের প্রথম সপ্তাহে রিয়্যাক্টর ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘হোয়াইট’-এর পাশাপাশি দেখানো হবে

Advertisement

অনু মেনন পরিচালিত, নাসিরউদ্দিন শাহ ও কল্কি কেকলাঁ অভিনীত ‘ওয়েটিং’ও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন