Entertainment News

রুক্মিণী নার্ভাস হলে কে হেল্প করত জানেন?

এ ছবিতে দেব-রুক্মিণী জুটির সঙ্গে রয়েছেন কোয়েল মল্লিক। ফলে দেব-কোয়েল জুটির পারফরম্যান্সও দেখবেন দর্শক।

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৭ ১৬:৪০
Share:

প্রথম ছবি ছিল ‘চ্যাম্প’। আর সেখানেই সকলের নজর কেড়েছিলেন রুক্মিণী মৈত্র। আগামিকাল মুক্তি পেতে চলেছে তাঁর দ্বিতীয় ছবি ‘ককপিট’। দেব তো তাঁর পাশেই রয়েছেন। কিন্তু এ ছবিতে দেব-রুক্মিণী জুটির সঙ্গে রয়েছেন কোয়েল মল্লিক। ফলে দেব-কোয়েল জুটির পারফরম্যান্সও দেখবেন দর্শক। কোয়েলকে নিয়ে কি কম্পিটিশন রয়েছে? অন্ডাল বিমানবন্দরে ‘ককপিট’-এর মিউজিক লঞ্চে রুক্মিণী বললেন, ‘‘কম্পিটিশন নয়। বরং আমি যখন নার্ভাস হয়ে যেতাম কোয়েল আমাকে হেল্প করত। বলত, ভাল হচ্ছে, ভাল হচ্ছে।’’

Advertisement

আরও পড়ুন, রুক্মিণীর সঙ্গে কম্পিটিশন? কোয়েল বললেন…

দ্বিতীয় ছবিতে নায়িকা হিসেবে অনেকটা কনফিডেন্ট রুক্মিণী। তিনি জানালেন, ‘ককপিট’-এর বিষয় এতটাই আলাদা যে তা আরও বেশি কনফিডেন্স দিয়েছে। ডেবিউ ছবিতে অভিনয় নিয়ে দেব টিপস দিতেন। প্রয়োজন হলে শাসনও করতেন। তবে ‘ককপিট’-এ নাকি দেব কোনও টিপস দেননি। রুক্মিণী শেয়ার করলেন, ‘‘আমি এখানে যা করেছি নিজে করেছি। কী করেছি জানি না, তবে সবটাই নিজে করেছি।’’

Advertisement

আরও পড়ুন, ‘ককপিট’-এ আড্ডায় দুই রুক্মিণী!

ভিডিও: অনির্বাণ সাহা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement