Tanusree Chakraborty

আজ তনুশ্রীর বিয়ে নিয়ে কটাক্ষ করছেন, কাল মুখোমুখি হলেই ‘সেলফি’ তুলবেন! নায়িকার পাশে টলিউড

বিয়ের ছবি প্রকাশ্যে আসার ২৪ ঘন্টার মধ্যেই কটাক্ষের শিকার নায়িকা! কী নিয়ে তাঁকে বিঁধছেন নেটাগরিকেরা?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৭:২২
Share:

তনুশ্রীর বিয়ে নিয়ে কী বললেন পরমব্রত, তথাগত, শ্রুতিরা? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তনুশ্রী চক্রবর্তী বিয়ে করবেন কবে? এত দিন তা-ই নিয়ে ছিল মাথাব্যথা। আইটি ইঞ্জিনিয়ার সুজিত বসুকে সদ্য বিয়ে করছেন অভিনেত্রী। তাতেও সমস্যা! এ বার সমস্যা পাত্রের বয়স নিয়ে।

Advertisement

শুক্রবার প্রকাশ্যে তনুশ্রী-সুজিতের বিয়ের ছবি। ২৪ ঘন্টা পেরোয়নি, তার আগেই সমাজমাধ্যমে কটাক্ষের বান! পাত্রের বয়স কেন এত বেশি?

এই বিষয় অবশ্য নতুন নয়। এর আগে রাজনীতিবিদ দিলীপ ঘোষ, মহুয়া মৈত্র বা অভিনেত্রী শ্রুতি দাসও একই বিষয় নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন। সেই তালিকায় তনুশ্রী নতুন সংযোজন।

Advertisement

তনুশ্রী বিদেশে। তাঁর কান পর্যন্ত হয়তো পৌঁছোয়নি কটাক্ষের কথা। টলিউড বিষয়টি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। আনন্দবাজার ডট কম যোগাযোগ করতেই বিরক্তি প্রকাশ করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়, শ্রুতি দাস স্বয়ং।

পরমব্রত যেমন কটাক্ষের যৌক্তিকতাই খুঁজে পাচ্ছেন না। উল্টে তাঁর প্রশ্ন, "কে কার সঙ্গে কী ভাবে থাকবেন, সেটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। কেন অন্যরা সে বিষয় নিয়ে মতামত দেবেন? আর যাঁকে বা যাঁদের নিয়ে কথা, তাঁরাই বা শুনবেন কেন? এটা একা তনুশ্রী নন, প্রত্যেক মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য।" অভিনেতা-পরিচালকের উপলব্ধি, বেশ কিছু মানুষের মনে হয় কাজের এতটাই অভাব যে এ ভাবেই তাঁরা সময় কাটাচ্ছেন!

তথাগত কথাই শুরু করছেন ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে। তাঁর কথায়, "মজার কথা কি জানেন, আজ যাঁরা তনুশ্রীকে নিয়ে কটাক্ষ করছেন, কাল তাঁরাই মুখোমুখি হলে অভিনেত্রীর সঙ্গে সেলফি তুলতে দৌড়োবেন।" এই সমস্যা তথাগত নিজেও ভোগ করছেন। প্রেমিকা আলোকবর্ষা বসু তাঁর থেকে বেশ ছোট। তা-ই নিয়ে নেটাগরিকদের আপত্তি! সেই প্রসঙ্গ উঠতেই তথাগত বলেছেন, "আমি তাই কোনও কিছুকেই পাত্তা দিই না। যা খুশি লোকে বলে বলুক। আমরা গায়ে মাখি না।"

শ্রুতি দাস-স্বর্ণেন্দু সমাদ্দার। যে দিন থেকে ওঁরা সম্পর্কে জড়িয়েছেন, সে দিন থেকে কটাক্ষে বানভাসি। প্রায় প্রত্যেক দিন অভিনেত্রীকে নেটাগরিকদের অভিশাপ কুড়োতে হয়েছে। বিয়ের পরেও সেই ঘটনা থামেনি।

তিনি কী বলছেন? শ্রুতি বলেছেন, "সবার আগে দেখতে হবে, কারা বলছেন? আমায় মহিলারা বেশি বেশি বলেছেন। কেন মহিলারা বেশি বলেছেন? ওঁরা জীবন নিয়ে হতাশ। অনেক না পাওয়ার যন্ত্রণা তাঁদের রয়েছে। এঁদের অগ্রাহ্য করুন। মহিলারা ভাবছেন, বিদেশে গিয়ে তনুশ্রী বিয়ে করে ফেললেন! তাঁরা পারলেন না। পুরুষদের দুঃখ, তাঁরা তনুশ্রীর মতো বৌ পেলেন না!"

তিন জনেই তাই এই ধরনের কটাক্ষ ঝেড়ে ফেলার পরামর্শ দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement