Laho Gouranger Naam Re

শ্যামাসঙ্গীতের পর বাংলা ছায়াছবিতে কীর্তন গাইবেন অরিজিৎ? রথযাত্রার দিন মিলল তেমনই আভাস!

শ্রীজাত-র প্রথম ছবি ‘মানবজমিন’-এ ‘মন রে কৃষি কাজ জানো না’ শ্যামাসঙ্গীতটি গেয়েছিলেন। বাঙালি শ্রোতা শুনেছিল সেই গান।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ১৯:০৮
Share:

ফের অরিজিৎ সিংহ-সৃজিত মুখোপাধ্যায় যুগলবন্দি? ছবি: সংগৃহীত।

বাংলা হোক বা হিন্দি— এই প্রজন্মের কাছে প্রেমের গান মানেই অরিজিৎ সিংহ! যদিও মাঝেমধ্যেই তিনি অন্য ধারার গান গেয়েছেন। যেমন, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘খাদ’। এই ছবিতে ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে তিনি দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ওই মহাসিন্ধুর ও পার থেকে’-এর সুরের অনুসরণে ‘দেখো আলোয় আলো আকাশ’ গেয়েছিলেন। সেই গান আজও নানা জায়গায় বাজে। ২০২৩ সালে সেই ধারা বজায় রেখে গায়ক কবি শ্রীজাত-র প্রথম ছবি ‘মানবজমিন’-এ গাইলেন রামপ্রসাদ সেনের শ্যামাসঙ্গীত ‘মন রে কৃষিকাজ জানো না’। বাঙালি শ্রোতা এই গানও পরম সমাদরে শুনেছে।

Advertisement

রথযাত্রায় টলিপাড়ায় জোর গুঞ্জন, সেই ধারা বজায় রেখে এ বার নাকি অরিজিতের কণ্ঠে শোনা যাবে কীর্তন! নেপথ্যে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সৃজিতের ছবি মানেই অরিজিতের গান। পরিচালক ব্যস্ত তাঁর আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ নিয়ে। শোনা যাচ্ছে, এই ছবিতেই অরিজিতের কণ্ঠে কীর্তন শোনা যেতে পারে। শীতে মুক্তি পাবে ছবিটি।

রথযাত্রায় প্রকাশ্যে ‘লহ গৌরাঙ্গের নাম রে’র পোস্টার। ছবি: সংগৃহীত।

শুধু অরিজিৎ নন, সৃজিত তাঁর ছবিতে কীর্তন গাওয়াবেন আরও এমন দুই শিল্পীকে দিয়ে যাঁরা এই প্রথম এই ঘরানার গান গাইতে চলেছেন। তাঁরা শ্রেয়া ঘোষাল, জয়তী চক্রবর্তী। সৃজিতের ছবিতে অরিজিতের মতোই শ্রেয়াও ‘কমন ফ্যাক্টর’। জয়তী পরিচালকের প্রথম বাংলা সিরিজ় ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’তে ‘বঁধু মিছে রাগ কোরো না’ গানটি গেয়েছিলেন। এই ছবিতে ‘নটী বিনোদিনী’ নাটকের অংশে ব্যবহৃত কীর্তন তাঁর কণ্ঠে শোনা যাবে।

Advertisement

খবর, এ ছাড়াও শোনা যাবে পদ্ম পলাশের গান। গায়ক মূলত লীলাকীর্তন পরিবেশন করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement