মদন মিত্রের সঙ্গে এক মঞ্চে শিবপ্রসাদ মুখোপাধ্যায়? ছবি: সংগৃহীত।
বড় ঘটনা ঘটিয়ে ফেললেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়! শুক্রবার বেলঘরিয়ায় পরিচালক বিধায়ক মদন মিত্রের সঙ্গে রথ টানলেন তিনি। একই মঞ্চে বক্তব্য রাখতেও দেখা গিয়েছে তাঁকে!
বিধায়ক পরিচালকের ছবিতে আসছেন? না কি পরিচালক রাজনীতিতে?
আনন্দবাজার ডট কমের প্রশ্ন ছিল পরিচালকের কাছে। তিনি হাসতে হাসতে বলেছেন, “এ রকম কিছুই ঘটছে না। ফলে, এই প্রশ্নের কোনও উত্তরও নেই।”
রথের রশিতে টান মানেই শারদীয়ার শুরু। যাঁদের বাড়িতে দুর্গাপুজো হয়, এ দিন তাঁরা অনেকেই কাঠামোপুজো করেন। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ও বিশেষ দিনে ভাগ করে নিয়েছেন ছবির নায়ক ‘পঙ্কজ সিংহ’ ওরফে আবীরের লুক। ছবির নায়ককে নিয়ে কথা প্রসঙ্গে তিনি আবীর চট্টোপাধ্যায় আর অঙ্কুশ হাজরার টক্করের আভাস দিয়েছেন। “পঙ্কজ সিংহকে এ বার আরও বেশি অ্যাকশন করতে হয়েছে। আবীর নিজে অ্যাকশন করেছেন। তাঁর বিপরীতে খলনায়কও জোরদার। সেই ভূমিকায় অঙ্কুশ। দু’জনেই দর্শকদের প্রেক্ষাগৃহে বসে থাকতে বাধ্য করবে”, দাবি তাঁর। এও জানিয়েছেন, ‘রক্তবীজ ২’-ওর গল্প এ বার আর শুধুই বাংলায় আবদ্ধ থাকবে না। ছড়িয়ে পড়বে সারা দেশে।
আবীর-অঙ্কুশ কি টক্করে? ছবি: সংগৃহীত।
ছবিতে অ্যাকশন জোরদার মানেই নায়কের বাড়তি খাটনি। আবীর আগের ছবিতেও ‘বডি ডাবল’ ছা়ড়াই মারপিটের দৃশ্যে অংশ নিয়েছেন...। কথা শেষ করতে দিলেন না শিবপ্রসাদ। বললেন, “এই ছবিতে আবীর অনেক ‘এরিয়াল’ দৃশ্য করেছেন। মানে, উড়ন্ত অ্যাকশন দৃশ্য। চোটও পেয়েছেন বিস্তর।” শুটিং শেষ। আবীরের আঙুলের চোট নাকি তাঁকে এখনও মনে পড়িয়ে দিচ্ছে, তিনি কত শক্ত দৃশ্যে অভিনয় করেছেন।
পরিচালকের কথা অনুযায়ী, আবীর-অঙ্কুশ ছবিতে সমান গুরুত্বপূর্ণ। টক্কর লাগার সম্ভাবনা জোরদার। শিবপ্রসাদের কালো ঘোড়া কে?
একসঙ্গে রথ টানলেন শিবপ্রসাদ- বিধায়ক মদন। ছবি: সংগৃহীত।
এ বার সলজ্জ হাসলেন তিনি। বললেন, “দেখুন, আমি তো পরিচালক। আমার কাছে প্রত্যেক চরিত্র, প্রত্যেক অভিনেতা ভীষণ আদরের।” তাই দর্শকের উপরে বিষয়টি ছেড়ে দিতে চান। পরিচালককে কখনও ‘জনতা জনার্দন’ খালি হাতে ফেরায়নি।